কেমন আছেন প্রিয় বন্ধুগণ?
আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ
কেমন আছেন সবাই?
আমি আছি সেই আগের মতন
দুঃখে কষ্টে দিন কাটাই!
দুঃখ তো আমার জীবনসঙ্গী
যা জন্ম থেকেই শুরু,
থাকবে তা মৃত্যু পর্যন্ত
তা বলে গেছেন গুরু।
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী?
সুখ পাখি না দিক ধরা
তার জন্য আর ভাবনা কী?
কামনা আমার সবার জন্য
কেউ যেন থাকেনা দুখে,
সুন্দরভাবে জীবন চলুক
সবাই থাকুক সুখে।
সবার জন্য মঙ্গল কামনায়,
আমি অধম নিতাই বাবু।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'কামনা আমার সবার জন্য
কেউ যেন থাকেনা দুখে,
সুন্দরভাবে জীবন চলুক
সবাই থাকুক সুখে।'
ফেসবুকে তো বন্ধু আছিই তারপরও ব্লগ থেকে জানালাম অভিনন্দন। ভালো আছি।
loading...
অনেকদিন ধরে ফেসবুক সহ আর অনেক সাইটে সবর থাকতে পারিনি শ্রদ্ধেয় কবি দাদা। তাই কিছু লিখে ফেসবুকে হাজিরা কার্ডটা জমা দিলাম, জানান দিলাম। আশা করি ফেসবুক সহ ব্লগের সবাই ভালো আছে এবং থাকবেও।
loading...
অভিনন্দন প্রিয় নিতাই বাবু। ভালোবাসা জানবেন। ভালো আছি।
loading...
অনেকদিন ফেসবুকে ছিলাম না দাদা। তাই একটা কিছু লিখে সবাইকে জানান দিলাম। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
loading...
loading...
আমি আছি দিদি, খুবই ভালো আছি। ঈশ্বর যখন যেই অবস্থাতেই রাখে, সেই অবস্থাই আমার জন্য মঙ্গল মনে করি। ঈশ্বর সবার মঙ্গল করুক সেই কামনাও করি।
loading...