আমার ভোট আমি দিবো

আমার ভোট আমি দিবো

দেশে আসছে জাতীয় নির্বাচন,
দেখা যায় নেতাদের সারাক্ষণ।
সকাল-বিকাল তাদের আগমন,
শ্লোগান থাকে শুভেচ্ছা স্বাগতম।

ভোট ভিক্ষায় নামছে নেতা,
লক্ষ্য তাদের ভোটে জেতা।
মুখে থাকে মিষ্টি কথা,
জিতে গেলেই দিবে ব্যথা।

ভোটের আগে হাতে ধরে,
জিতে গেলে লাথি মারে।
পরের জায়গা দখল করে,
সুইজ ব্যাংকে টাকা ভরে।

কথায় কথায় গণতন্ত্র জনতন্ত্র,
ক্ষমতায় গিয়ে করে ষড়যন্ত্র।
নেতার মুখে থাকে গণতন্ত্র,
মনে থাকে যতো কুমন্ত্র।

এটা দিবে ওটা দিবে,
বলে নেতা শান্তি দিবে।
নিজের খাবার বিলিয়ে দিবে,
জিতে গেলেই থাপ্পড় দিবে।।

ক্ষমতায় গিয়ে ক্যাডার পালে,
গরিবের রিলিফ গিলে ফেলে।
প্রতিবাদ করলে পাঠায় জেলে,
অনেক সময় মেরেও ফেলে।

সাতরাজার ধন মানিক যেমন,
একটা ভোটের মূল্য তেমন।
দেখে নিবো নেতা কেমন,
ভোট দিবো দেখে এমন।

অযথা ফেলবো না ভোট,
যতই দেখাক কাগুজে নোট।
হোক নেতা জোট মহাজোট,
বুঝে শুনে দিবো ভোট।

নেতার কথা কেন শুনবো?
দেখে শুনে ভোট দিবো।
আমার ভোট আমি দিবো,
যাকে খুশি তাকে দিবো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-১১-২০১৮ | ৭:৫৩ |

    আমার ভোট আমি দিবো,
    যাকে খুশি তাকে দিবো। ___ দেশের সকল ভোটার যেন আরও সচেতন হয়। 

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৭-১১-২০১৮ | ১৭:১২ |

    ক্ষমতায় গেলে পরিচিত মানুষ বা প্রার্থিীও অপরিচিত হয়ে যায়। শুধু বাংলাদেশ নয়; ভারতেও তাই নিতাই দা। কবে এই পরিবেশের পরিবর্তন হবে ঈশ্বর জানেন। তবে আমার ভোট আমার পছন্দের মানুষকেই দিতে চাই। যার আদর্শে আমার চাওয়ার প্রতিফলন ঘটবে। 

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৭-১১-২০১৮ | ১৭:২৪ |

    নিশ্চয়ই আমার ভোট আমি দেবো। তবে নেতাদের চরিত্রের বদল কামনা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-১১-২০১৮ | ২৩:২৯ |

    আমার ভোট আমি দিবো,
    যোগ্য হলে তাকেই দেবো!!!! 

     

    * ধন্যবাদ কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...