শীতলক্ষ্যা এখন কুষ্ঠরোগী

শীতলক্ষ্যা এখন কুষ্ঠরোগী

শীতলক্ষ্মা তুমি এখন কুষ্ঠরোগী
শুয়ে কাতরাচ্ছ মৃত্যু শয্যায়,
বিষাক্ত কেমিক্যালের পানির ছোবলে
তোমার সাথে আমাদেরও জীবন যায়।
শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
তোমার পানি পান করে আমরাও ভুগি।

একসময় তোমার ছিল ভরা যৌবন
ছিল তোমর স্বচ্ছ পানি,
তোমার স্বচ্ছ পানি দিয়ে হতো ঔষধ
তা দুনিয়ার সকলেই জানি।
শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
তোমার পানি পান করে আমরাও ভুগি।

সেদিনও দেখেছি তোমার দুই পাড়ে
সহস্র নারী পুরুষের কোলাহল,
আজ দেখি তোমার দু-পাড় জনশূণ্য
দুর্গন্ধময় বিষাক্ত পানিতে করে কলকল।
শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
তোমার পানি পান করে আমরাও ভুগি।

একসময় দেখেছি জেলেদের মাছধরা
হতো দু-পাড়ে সবজির চাষ,
দেখা যেতো পালতোলা গহনার নৌকা
এখন সবই স্মৃতি আর ইতিহাস।
শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
তোমার পানি পান করে আমরাও ভুগি।

তোমার সামনে এখন কেউ আসে না
বিষাক্ত কেমিক্যালে পঁচা দুর্গন্ধে,
তবুও কেউ ভাবে না তোমার কথা
স্বয়ং রাষ্ট্রই রয়েছে দ্বিধাদ্বন্দ্বে।
শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
তোমার পানি পান করে আমরাও ভুগি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৫ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-১১-২০১৮ | ১০:৩০ |

    শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
    তোমার পানি পান করে আমরাও ভুগি। ___  দুঃখজনক একটি পরিণতির গল্প। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৭:৪২ |

      আমরা নারায়ণগঞ্জবাসী বর্তমানেই শীতলক্ষ্যার দুষিত পানি পান করেই জীবনধারণ করছি। জাপানের তৈরি সুবিশাল পানি শোধনাগার থেকে পানি শোধন করা হলেও, সময়সময় পানি বিষাক্ত কেমিক্যালের দুর্গন্ধ থেকেই যায়। আমরা নিরুপায়! কিছুই করার নেই। দেখারও কেউ নে।

      GD Star Rating
      loading...
  2. মরুভূমির জলদস্যু : ১৯-১১-২০১৮ | ১০:৫৭ |

    আমার কাছাকাছি ৩টি নদীর ২টি নদীতে অনেক নৌ-ভ্রমণ করেছি। বালু, শীতলক্ষ্যা আর তুরাগ। আজ এই তিন নদীর জল এতটাই বিষাক্ত যে ফসলের কিনাশক হিসেবে স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে। 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৭:৪৮ |

      শ্রদ্ধেয় দাদা, আপনার কীটনাশক বিষয়ক যুক্তিটা একেবারে ফেলে দেবারমত নয়। রাষ্ট্র চিন্তাভাবনা করে দেখলে কোনও একসময় তা-ই হতে পারে। বর্তমান পরিস্থিতি ঠিক এরকম অবস্থাই। আর আমরা নারায়ণগঞ্জবাসী এই কীটনাশক পান করেই জীবনধারণ করে আসছি। দেখার অনেকে থাকলেও, বলারমত কেউ নেই।

      GD Star Rating
      loading...
  3. মরুভূমির জলদস্যু : ১৯-১১-২০১৮ | ১১:৫৯ |

    আমার মন্তব্যগুলি কেনো মুছে যায়?

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ১৯-১১-২০১৮ | ১৬:৫২ |

      আমিও ঠিক বুঝতে পারছি না দস্যু ভাই। বিশদ বলতে পারবো না তবে কোথায় যেন শুনেছিলাম সিস্টেম গতির চাইতে অধিকতর গতিতে কমেন্ট করলে সিস্টেম সেই কমেন্টকে স্পাম মনে করে হাইড করে দেয়।

      মডারেটরের দেখলে নিশ্চয়ই এমন সব হাইড মন্তব্য ফিরিয়ে দেবে শব্দনীড়। 

      GD Star Rating
      loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৭:৫০ |

      এবিষয়ে ব্লগ মোডারেটের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

      GD Star Rating
      loading...
  4. রুকশানা হক : ১৯-১১-২০১৮ | ১৪:০৩ |

    শীতলক্ষ্যা নিয়ে আপনার অনুভূতি আমাদেরকেও ছুঁয়ে গেলো।  আমাদের নদীগুলো বিষক্রিয়ায় আজ মৃতপ্রায় । নদীরক্ষায় এখনি কঠোর পদক্ষেপ নেয়া জরুরী । শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৭:৫৬ |

      শ্রদ্ধেয় রুকশানা দিদি, এবিষয়ে স্বয়ং রাষ্ট্রি দ্বিধাদ্বন্দ্বে আছে। তাহলে ডেখবে-টা কে? আমরা নিরুপায় শ্রদ্ধেয় দিদি। শীতলক্ষ্যার এরকম দূষিত পানি পান করেই আমরা নারায়ণগঞ্জবাসী জীবনধারণ করছি। এবিষয়ে কথা বলার কাউকে দেখছি না। সবাই শুধু উঁকি মেরে দেখে।

      ধন্যবাদ শ্রদ্ধেয় রুকশানা দিদি, ভালো থাকবেন আশা রাখি।

      GD Star Rating
      loading...
  5. রিয়া রিয়া : ১৯-১১-২০১৮ | ১৭:৪৩ |

    শীতলক্ষ্যা'র জন্য মন খারাপ হলো নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৮:০১ |

      শীতলক্ষ্যা নদীর তীরে একদিন আসলে বুঝতে পারবেন যে, আমরা করে বেঁচে আছি। দেখার অনেকে থাকলেও, বলার কেউ নেই শ্রদ্ধেয় রিয়া দিদি। 

      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন ।

      GD Star Rating
      loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ১৯-১১-২০১৮ | ১৭:৫৯ |

    ইতিহাস যদি খুলে দেখি, দেখবো সমাজ বিকাশে নদী সবসময় বড় ভূমিকা নিয়েছে। এক সময়ের বন্দর নগরীর কোল ছুঁয়ে এগিয়ে চলা শীতলক্ষ্যা যখন রোগাক্রান্ত তখন এর অভিশাপ থেকে সংশ্লিষ্টরা কেউ রেহাই পাবে না। Frown

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১১-২০১৮ | ১৮:০৩ |

      সবাই পাড় পেয়ে যাচ্ছে, মরছি আমরা পুরো নারায়ণগঞ্জবাসী। প্রক্ষেপ নেওয়ারমত কেউ নেই শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

      GD Star Rating
      loading...
  7. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২০-১১-২০১৮ | ১:৪১ |

    শীতলক্ষ্যা তুমি এখন কুষ্ঠরোগী,
    তোমার পানি পান করে আমরাও ভুগি।

     

    * বিষয়টি অত্যন্ত দুঃখজনক… 

    GD Star Rating
    loading...