হায়রে পরকীয়া!
হায়রে পরকীয়া!
বানাইলা দয়াল তুমি কী দিয়া।
মিথ্যে স্বপ্নে সুখের সংসার ছেড়ে,
চলে যায় ঘরে আগুন জ্বালাইয়া।
হায়রে পরকীয়া!
জ্বলছে মিথ্যে আশায় মন দিয়া।
সংসার সন্তানাদি তুচ্ছ করে,
কিসের আশায় ছুটে না জানিয়া।
হায়রে পরকীয়া!
কি জানি কী দিয়া মন ভুলাইয়া।
মুহূর্তেই করে ফেলে তছনছ,
মেরে ফেলে মনের মানুষ ছুরি দিয়া।
হায়রে পরকীয়া!
জীবন নিচ্ছে কেড়ে মন্ত্র দিয়া।
মিথ্যে প্রেমে মন মজাইয়া,
খাচ্ছে পানি ডুবেডুবে মজা পাইয়া।
হায়রে পরকীয়া!
তুমি ভোলানাথ ভুল ভুলাইয়া।
যৌবনের তারণায় অন্ধ হয়ে,
ভুল পথে চলছে৷ তুমি না বুঝিয়া।
হায়রে পরকীয়া!
বন্ধ করো রঙের খেলা দয়া কইরা।
ছলনাকারীর ছলনায় পড়ে,
দিচ্ছে পাড়ি দুষ্টু প্রেমিকের হাত ধইরা।
হায়রে পরকীয়া! হায়রে পরকীয়া!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি ভোলানাথ ভুল ভুলাইয়া।
যৌবনের তারণায় অন্ধ হয়ে,
ভুল পথে চলছে৷ তুমি না বুঝিয়া।
হায়রে পরকীয়া! হায়রে পরকীয়া! ___ সমাজ দর্পণ। ভালো থাকুন মি. নিতাই বাবু।
loading...
আপনার সুন্দর মন্তব্যে ব্লগে লিখতে ভালো লাগে। কিন্তু আমি অধম সদাসর্বদা সময়ের সাথে যুদ্ধ করে চলছি। তাই শব্দনীড় ব্লগে বেশি সময় দিতে পারি না। তবু এই ব্লগটাকে বুকের ভেতরে রেখে দেই। মানে নিজের মোবাইলটা।
loading...
বলতে বলতে আর এখন আর বলতে ভাল লাগেনা। হায় পরকীয়া।
শুভেচ্ছা নিতাই দা। 
loading...
হায়রে পরকীয়া !! তাই তো আমি নিজকিয়া লিখি নিতাই বাবু।
loading...
* সমসাময়িক জঘন্য ব্যাধি…
loading...