আসলে ভবে যেতে হবে

আসলে ভবে যেতে হবে

পাঠিয়েছে ভবে আমায় একাধিক শর্ত দিয়ে,
তারমধ্যে আছে তিনটি জন্ম মৃত্যু আর বিয়ে।
ভবে এসে রইলাম মজে ভবের মায়াজালে,
হেলায় হেলায় সময় শেষ জনম গেলো বিফলে।

আসলে ভবে যেতে হবে ভবের মায়া ছেড়ে,
সেই চিন্তার ধার ধারি না চলি হেলা করে।
এই দুনিয়ায় যা আছে সবকিছুই অনিশ্চিত,
শাস্ত্রে আছে লেখা শুধু জীবের মৃত্যুই নিশ্চিত।

তবুও নেই চিন্তা আমার নিজের ধান্ধায় চলি,
আমিই সেরা আমিই সব লোকসমাজে বলি।
যতই বলি আমার আমার আমার নেই কিছু,
যতই করি বাহাদুরি যম আছে আমার পিছু।

হই-না যতো মস্তবড় বাহাদুর রাজা জমিদার,
যেতে হবে সবই ছেড়ে এই মায়ার ভবসংসার।
পড়ে রবে ধনসম্পদ টাকাকড়ি বিলাসবহুল বাড়ি,
সবই থাকবে ঠিকঠাক শুধু আমিই দিবো পাড়ি।

থাকবে না কিছুই দেহের শক্তি জারিজুরি,
মৃত্যুতেই হবে শেষ যতো শক্তির বাহাদুরি।
মৃত্যুর দিনক্ষণ লেখা আছে যমদূতের কাছে,
পালাইবার পথ নাই যে যম থাকবে পাছে।

যেখানেই থাকি আমি যমে খুঁজে বের করবে,
ঠিক সময়মত যমদূত আমার; সামনে দাঁড়াবে।
যমদূতের কাছে নেই টাকা পয়সার কারবার,
মৃত্যুর স্বাদ করতে হবে বরণ জগতের সবার।

কোথায় থাকবে খাট পালঙ্ক বিলাসবহুল গাড়ি,
শেষ ঠিকানা হবে সাড়ে তিন হাত একটা বাড়ি।
জীবন থাকতে করি না চিন্তা মরতে একদিন হবে,
আসলে ভবে যেতে হবে কেউ না চিরদিন রবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-১০-২০১৮ | ১২:১২ |

    'আসলে ভবে যেতে হবে ভবের মায়া ছেড়ে,
    সেই চিন্তার ধার ধারি না চলি হেলা করে।
    এই দুনিয়ায় যা আছে সবকিছুই অনিশ্চিত,
    শাস্ত্রে আছে লেখা শুধু জীবের মৃত্যুই নিশ্চিত।'

    চিরন্তন সত্যকে যারা ধারণ এবং লালন করবেন তারা পাপ থেকে দূরে থাকবেন নিশ্চিত। 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১০-২০১৮ | ৪:৪১ |

      এখনকার সময়টা শুধু মৃত্যু নিয়েই ভাবনা। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কী করা উচিৎ ছিল, কী করলাম, কেন করলাম, সামনে কী হবে, চলে যাবো, যেতে হবে, কখন যাবো ইত্যাদি ইত্যাদি নিয়েই ভাবনা। 

      শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দাদা।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১০-২০১৮ | ১৮:৩২ |

    মৃত্যু আমাদের শেষ ঠিকানা। তারপরও বেঁচে থাকার স্বপ্ন দেখে যাই নিতাই দা।  Frown

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১০-২০১৮ | ৪:৪৪ |

      পৃথিবীতে আসার পর থেকেই স্বপ্ন দেখা শুরু করেছি। স্বপ্নই মানুষের বেঁচে থাকার একমাত্র উপায়। স্বপ্নহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর !

      শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দাদা।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৮-১০-২০১৮ | ২০:৪০ |

    শেষ ঠিকানা আমাদের নির্দিষ্ট থাকলেও নৈমিত্তিক আমরা অনাচারে লিপ্ত হই। কেন হই তা কি নিজেদের আমরা প্রশ্ন করি !! কখনও করি না। Frown

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৯-১০-২০১৮ | ৪:৪৯ |

      নিজেকে সেই প্রশ্ন না করে আমারা আমাদের কুকর্মগুলো প্রতিনিয়ত কাল্পনিক শয়তান নামের উপর চাপিয়ে দেই। আসলে আমি নিজেই শয়তান ।

      সুন্দর মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় রিয়া দিদিকে শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা ।

      GD Star Rating
      loading...