আমি থাকবো স্মৃতিতে
আমি চলে যাবো বহুদূরে
সেই গন্তব্যের ঠিকানা নেই জানা,
যেতে হয় সবার বাধ্যতামূলক
গেলে আর কেউ ফিরে আসে না।
আমিও আর আসবো না ফিরে
যেদিন চলে যাবো চিরতরে,
অনেকেই কাঁদবে আমাকে ঘিরে
তারপর নিয়ে যাবে নদীর তীরে।
গায়ে মাখবে সরিষার তৈল
করাবে স্নান, পড়াবে সাদা কাপড়,
কপালে দিবে তিলকের ফোঁটা
খড়ি দিয়ে সাজাবে আমার বাসর।
চারিদিক ছিটাবে গোলাপ চন্দন
ঢেলে দিবে ঘৃতমিশ্রিত মধু,
জ্বালিয়ে দিবে বাসর, ছিটাবে ধূপ
পুরোহিত মন্ত্রপাঠ করবে শুধু।
বাসর আমার পুড়ে হবে ছাই
আমি মিশে যাবো মাটিতে,
কিছুই থাকবে না আমার অস্তিত্ব
শুধু থাকবো আমি কিছু স্মৃতিতে।
______________
০৩/০৯/২০১৮ইং
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সঙ্গত কারণে মনটা আর্দ্র হলো নিতাই দা। একটি কথাই বলবো সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন। ভালো থাকার চেষ্টা করে যান। আমাদের শুভকামনা আপনার সাথে।
loading...
আমি এখন এক যন্ত্র মানব। যন্ত্র ছাড়া এক শব্দহীন আর শ্রবণশক্তিহীন প্রতিবন্ধী। সবার আশীর্বাদ কামনা করি।
loading...
সবচেয়ে বড় সত্য । ধণ্যবাদ আপনাকে দাদা
loading...
আমি আজ একমাস যাবত এক শ্রবণশক্তিহীন মানুষ। সবার আশীর্বাদ কামনা করি। আমার দুটি কানই একরকম বন্ধ হয়ে গেছে।
loading...
বাসর আমার পুড়ে হবে চাই

আমি মিসে যাবো মাটিতে,
কিছুই থাকবে না আমার অস্তিত্ব
শুধু থাকবো আমি কিছু স্মৃতিতে।
ভালো লিখেছেন কিছু বানান ভুুল আছে হয়তো টাইপের কারনে হয়েছে দেখে নেবেন।
loading...
কানের সমস্যায় ভুগছি দাদা। তাই সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সকলের আশীর্বাদ প্রার্থী ।
loading...
লেখাটি পড়ে মন বিষণ্ন হলো দাদা ভাই। জীবন যে এমনই।
loading...
নিজের মন থেকেই লিখেছি। হয়তো পরপারে যাবার সময় হয়ে যাচ্ছে তাই। সকলের আশীর্বাদ প্রার্থী ।
loading...