তুমি আসবে কি?

তুমি আসবে কি?

তুমি কে কাঁদো এই নদীর কিনারায়
কেন কাঁদো একবার বলো না আমায়,
তোমায় দেখে ব্যাকুল মনটা আমার
যেন দেখেছি আগে কোথাও তোমায়।

তোমার চোখ দুটি অটল চেরা
তোমার চাহনিতেও ময়া ভরা,
তুমি যেন এক আকাশের তারা
তোমায় দেখে এই মন দিশেহারা।

বলো তুমি কোন বাগানের ফুল
তুমি কোন আকাশের চাঁদ?
তোমায় সহস্রবার দেখলে আমার
মিঠে না যেন মনের স্বাদ!

তুমি কন্যা কাঁদো কার জন্য
বলো বলো তুমি শুনে হই ধন্য,
আমাকে শোনাও মনের কথা
আমি যে হলাম এক নগন্য।

কেঁদো না আর কন্যা নদীর তীরে
তোমার রূপ দেখে মন চায় তুলে নিতে,
আসবে কি আমার এই মনের ঘরে
পারবে কি আমায় সব ভুলিয়ে দিতে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১২-০৯-২০১৮ | ২০:৩৪ |

    রোম্যান্টিক লেখা উপহার দিয়েছেন দাদা। ফুলেল শুভেচ্ছা জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৩-০৯-২০১৮ | ২:০২ |

      আপনাকে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৩-০৯-২০১৮ | ৭:২০ |

    চমৎকার। এই কবিতাটির জন্য বাড়তি শব্দের প্রয়োজন দেখি না। শুভসকাল মি. নিতাই বাবু। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৩-০৯-২০১৮ | ২০:২৪ |

      আপনাকেও অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

      GD Star Rating
      loading...