আমাদের ডাস্টবিন
আমরা দরিদ্র, আমরা থাকি সদা ক্ষুধার্ত,
ক্ষুধার জ্বালায় ছটফটে মরি প্রতিটি মুহূর্ত।
খাবার নেই, কোথাও নেই; খুঁজি জনে জনে,
আমাদের না দিয়ে খাবার, ফেলে দেয় ডাস্টবিনে।
ঘুরি ধারে ধারে পথে পথে, খাবার কেউ দেয়না,
যাই ডাস্টবিনের ধারে, খাবার দেখে মন মানেনা।
খোলা ডাস্টবিনের ময়লার গন্ধে বিড়াল কাঁদে,
মানুষের হয় নিশ্বাস বন্ধ, পথ চলে নাকে রুমাল বেধে।
আমরা নাচি মনের আনন্দে, নানারকম খাবার দেখে,
ময়লার গন্ধে আমাদের আয়ু বাড়ে, দৃষ্টিও বাড়ে চোখে।
আমরা কুড়িয়ে খাই ডাস্টবিন হতে, যা খুশি তাই,
সেখানে আর কেউ দেয়না বাঁধা, আমরা পেট ভরে খাই।
যেখানে ফেলায় সমাজের বড় লোকেরা বাড়তি খাবার,
সেখানেই আমাদের রিজিক; আমাদের দরিদ্রের আহার।
আমরা খাই মনের আনন্দে, আমাদের ক্ষুধা যায় মিটে,
আমাদের খাওয়া দেখে বড়লোকরা হাসে খিটখিটে।
তাদের হাসিতে আমরাও হাসি সুস্বাদু খাবার পেয়ে,
ক্ষুধার জ্বালা মিটাই আমরা পেট ভরে খেয়ে।
কখনও পাই সেখানে পচা খিচুড়ি আর বাসি তরকারি,
কখনও পাই পচা ভাত কোরমা পোলাও কারিকরি।
তবু খাই আমাদের দুঃখ নাই, প্রার্থনা করে যাই,
ডাস্টবিনে যেন আমরা আরও বেশি খাবার পাই।
আশীর্বাদ করি বেঁচে থাকুক সমাজে বড় লোকেরা
আরও ফেলবে খাবার ডাস্টবিনে, খেয়ে বাঁচব আমরা।
১০/০৯/২০১৮ইং
loading...
loading...
তবু খাই আমাদের দুঃখ নাই, প্রার্থনা করে যাই,
ডাস্টবিনে যেন আমরা আরও বেশি খাবার পাই———অনবদ্য প্রকাশ কবি দা
loading...
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনার সাথে আপনার জন্য রইল এক সাগর ভালোবাসা।
loading...
আমাদের জাতীয় জীবনের সবচেয়ে নিকট শ্রেণীর প্রতিচ্ছবি।
loading...
আপনার কাছে সর্বদা ঋণী । তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনাও করছি। আশা করি ভালো থাকবেন সবসময় ।
আমি ইদানীং সংসারের ঝামেলার কারণে ব্লগে সময় দিতে পারছি না বলে দুঃখিত । সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমাদুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি।
loading...
"তবু খাই আমাদের দুঃখ নাই, প্রার্থনা করে যাই,
ডাস্টবিনে যেন আমরা আরও বেশি খাবার পাই"।—— বিষন্ন হই এমন বৈষম্যে !
loading...
আমাদের সমাজের চারপাশে এখনো অজস্র বিবেকহীন মানুষ আছে। বিবেক নেই বলেই আমাদের মাঝে এইরকম বৈষম্য থেকেই যাচ্ছে।
সুন্দর মন্তব্যের জন্য শ্রদ্ধা সহ এক সাগর ভালোবাসা রেখে গেলাম।
loading...
প্রিয় কবি আপনি যা বোঝাতে চেয়েছেন তা আমরা সবাই বুঝতে পেরেছি বৈকি!
"আশীর্বাদ করি বেঁচে থাকুক সমাজে বড় লোকেরা
আরও ফেলবে খাবার ডাস্টবিনে, খেয়ে বাঁচব আমরা"
এটা আশীর্বাদ নয় – অভিসাপ!
loading...
আসলে আমার কাছে মনে হয়েছে গরীব শ্রেণির যে মানুষটি ডাস্টবিন থেকে খাচ্ছেন তার মনের কথা কবি এখানে কবিতার মাধ্যমে বর্ননা করেছেন। আর এই শ্রেনীর গরীব মানুষরা স্বাভাবিক ভাবেই ডাস্টবিন থেকে আর না খেতে চাওয়ার কথা নয় বরং তারা চায় বড়লোকরা এমন কিছু করুক যাতে এই গরীব মানুষদের যেনো আর ডাস্টবিন থেকে খেতে না হয়। পোলাও-বিরিয়ানি নয় অন্তত দুটো ডাল-ভাত হলেও তারা যেনো তাদের বস্তিতে রান্না করে খেতে পারে কিন্তু বড়লোকেরা তা না করে ডাস্টবিন থেকে খেতে দেখে কেনো নাক সিটকে চলে যায় তাই এই গরীব মানুষটির অভিসাঁপকে কবি এখানে আশীর্বাদের রুপকে বর্ননা করেছেন!
loading...
দারিদ্র্যতা আমাদের অভিশাপ নয়; আমরা পারি ওদের পাশে দাঁড়াতে। পৃথিবীটা কত সুন্দরই না হতো।
loading...
দাঁড়ায় দিদি দাঁড়ায়! অনেকেই দাঁড়ায়! অনেকে আবার শুধু চেয়ে চেয়ে দেখে আর হাসে। ওরা বিবেকহীন মানুষ দিদি।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।
loading...