শামীম নিপু-এর ব্লগ
শ্রমিক
আমাদের একফোঁটা ঘাম ঝরলে
আপনারা একবেলা হাসতে পারেন।
আমাদের দুফোঁটা ঘাম ঝরলে
আপনারা দুবেলা হাসতে পারেন।
আমাদের তিনফোঁটা ঘাম ঝরলে
আপনারা তিনবেলা হাসতে পারেন। অথচ আমরা একবেলা হাসতে চাইলে
আপনারা মুখভার ক’রে বলেন-
‘ঝিনুকের আবার হাসি কিসের’? পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮৫ বার দেখা | ২৯ শব্দ
তৃষ্ণা
পতিত হওয়া বজ্রের আলোয় আসর জমেছে খুব। জলনূপুরের নিক্বণে বেভুল বাতাস, মৃত্তিকার বুকে তেরে কেটে তাক যখন, নৃত্যে ঝড় তুলছে বৃষ্টিকুমারী! আজকের রাত ম’রে যাবার রাত; আজকের রাত নবীকৃত হবার রাত। হে ষোড়শীঅরণ্য, তোমার উদোম বুকে আমার নামে আজ মৃত্যু লেখো। পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০৪ বার দেখা | ৪০ শব্দ