তোকে ছাড়া
তোকে ছাড়া ঠিকি বেঁচে আছি এখনও,
কিন্তু তোকে ছাড়া ভালো নেই একটুও।
তুই যে আমার ভালো থাকার ঔষধ
তুই যে আমার প্রাণ,
বাতাসের মাঝে খুঁজে পাই
তোর শরীরেরই ঘ্রাণ।
তোকে ছাড়া জীবন যেন বিষাক্তময়,
তোকে ছাড়া থাকতে ভীষন কষ্ট হয়।
তোকে ছাড়া মন থাকে বিষন্ন
তোকে মনে পড়ে যে খুব,
যেদিকে