নীলাভ্র-এর ব্লগ

আমি সাধারণ একজন মানুষ। আমি একজন প্রেমিক।

ছোট কবিতা
রাত যখন অনেক গভীর,
শহর যখন ঘুমন্ত থাকে!
তখনও আমি নির্ঘুম জেগে,
সময় কাটে ভেবে তোমাকে! পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৭ বার দেখা | ১৪ শব্দ
ঘুম আসে না
ঘুম আসে না রাতভর করি তোমার ভাবনা,
ঘুম সে তো আমার চোখে আসেনা।
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুলে তোমায় খুঁজি,
কিন্তু পাইনা খুজে তোমায়
কোথায় যেন হারিয়ে যাও তুমি।
কি যে মায়া করেছ তুমি জানিনা,
চোখে তুমি আসো ঘুম আসেনা।
এই নিঃশব্দ নিঃসঙ্গ রাতে,
ঘুম পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৪৮ বার দেখা | ১০০ শব্দ
তোকে ছাড়া
তোকে ছাড়া তোকে ছাড়া ঠিকি বেঁচে আছি এখনও,
কিন্তু তোকে ছাড়া ভালো নেই একটুও।
তুই যে আমার ভালো থাকার ঔষধ
তুই যে আমার প্রাণ,
বাতাসের মাঝে খুঁজে পাই
তোর শরীরেরই ঘ্রাণ।
তোকে ছাড়া জীবন যেন বিষাক্তময়,
তোকে ছাড়া থাকতে ভীষন কষ্ট হয়।
তোকে ছাড়া মন থাকে বিষন্ন
তোকে মনে পড়ে যে খুব,
যেদিকে পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬০৪ বার দেখা | ১১৩ শব্দ
বন্ধু দিবসের শুভেচ্ছা
আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে হাত বাড়ালেই প্রচুর বন্ধু পাওয়া যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে ঢুকলেই হাজার হাজার বন্ধু পাওয়া যায়। এ সকল বন্ধুরা আসলে সবাই সুসময়ের এবং ক্ষণিকের বন্ধু। দুঃসময়ে সুখে দুঃখে সব সময় যাদের বা যাদেরকে কাছে পাওয়া পড়ুন
অন্যান্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭৩ বার দেখা | ৫৮ শব্দ
অবহেলা
অবহেলা তুমি যেন কেমন হয়ে গেছো এখন,
অবহেলায় ভরিয়ে দিয়েছো জীবন!
আমার যত্ন নেয়ার সময় পাও না এখন,
খোজও তো নাও না কখন খাই, ঘুমাই কখন!
কোথয় সেই পুরনো ভলোবাসার আবেশ!
এখন তুমি আমায় ছাড়াই থাকো পড়ুন
কবিতা | ১৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০১ বার দেখা | ৭৩ শব্দ