বড্ড স্মৃতিভ্রম হচ্ছে ইদানিং আমার
যান্ত্রিক শহরে এসে সব ভুলে যেতে বসেছি আমি
এখন আর ঘুম ভাঙ্গেনা দোয়েল কয়েল শালিক আর ময়নার গান শুনে!
ভুলতে বসেছি মধ্যরাতে ঝিঝির মিষ্টি-মধুর ঘুম পাড়ানি সুর।
আমি এখন হয়তো আর পরখ করতে পারবো না; কোনটি শালিক কোনটি ময়না!
কলমিলতার ফাঁকে ফাঁকে ডাহুকের ছানা হয়তো আজো ভেসে বেড়ায়
ঝুরিঝুরি হয়তে আজো বিরহ বেদনায় নিস্তব্ধ রাত কাটায় কোন গাছের ডালে
চোখে এখন আর ভাসেনা সারি সারি শ্বেতবলাকার সান্ধ্য-আয়োজন
‘নিম’ বলে হুতুম ডাক দিয়ে যায় হয়তো আজো মহাযাত্রীর অন্তিম শয়ানের পাশে!
কুসংস্কার বলে হয়তো উড়িয়ে দেই অতি-আধুনিক সভ্যসমাজে-
তবে কি মরেনি সেইদিন যেইদিন হুতুম ডাক দিয়েছিল তোমার চালের ওপর দিয়ে।
জোড়া শালিক দেখে তুমিও কি স্বপ্ন দেখ নি ভালোবাসা পাওয়ার
হয়তো মিথ্যে হয়তো ছিল অলীক; ছিল মিথ্যে স্বপ্ন, তবুও দোলা লেগেছিল জলে!
টুনটুনি হয়তো এখনো বাসা বুনে নিচু কোন গাছের ডালে
ছোট্ট পাখিটি স্বপ্ন অশেষ; শুন্য নীড়ে হাহাকারে মাতে ঝড়ের শেষে
বাবুই পাখির শক্তগাথুনি বাসা বাঁধে তাল তমালের পাতায় পাতায়
ঝড়ের তালে দোলে; দুলছে যেন মহাকাল, ভাঙে গড়ে অনন্তকাল।
সাজের বাহারে ময়না টিয়া, বাঙালি ললনার প্রতিমূর্তিরূপে
জন্মান্তর বাঙালি মিত্রতা গড়েছে বিনে সুতার মালায় প্রকৃতির সাথে
তবুও মানুষ আজ ছুটে চলেছে যন্ত্রের নগরে মিথ্যে সুখের আবাহনে।
loading...
loading...
জোড়া শালিক দেখে তুমিও কি স্বপ্ন দেখ নি ভালোবাসা পাওয়ার
হয়তো মিথ্যে হয়তো ছিল অলীক; ছিল মিথ্যে স্বপ্ন, তবুও দোলা লেগেছিল জলে!
loading...
সুন্দর অনুভূতির প্রকাশ
loading...