স্বর্ণালু আজ কেন সেজেছে জানিস?-তোর ভালোবাসা পেতে!
ভোরের শিশির ফোটায় মুক্তো ঝরে,
হিজল তমাল ডালে ডাকছে কাকাতুয়া কোন এক অবেলায়
আয় ফিরে আয়; রাঙাবো আজ অপরিমেয় ভালোবাসায়।
সন্ধ্যে হলে আবিরের রাগে সুর তোলে জোনাকি মেয়ে
পথিক তোকে যে বড্ড ভালোবাসি, চেয়ে কি দেখেছিস পাছে!
লজ্জাবতী লতা নুয়ে পড়ে তোর পরশ পেয়ে
যদি চলে যাস নির্লজ্জ ভেবে; এ ভয় নিরন্তর অন্তরে জাগে।
দখিনা সমীরণে জানিস কেন এত শীতলতা?
তোর অধর ছুঁয়ে যাবার যে তার বড্ড নেশা।
অঝোর ধারায় কেন নামে বারি, বলতে পারিস কভু?
ভালোবাসা যে পায়নি সে; বিসর্জনে বলে যায় তবু।
মাঠে মাঠে কৃষাণির ছেলে গান রচে যায় মধুর কোলাহলে
তবু প্রকৃতি ঝিমিয়ে পড়ে শীতের আগমনী বার্তা আসছে বলে;
আমিও যে প্রকৃতির ছবি; রাঙাই নিজেকে প্রকৃতির রঙে
তোর ভালোবাসা না পেয়ে আমিও যে রিক্ত হয়ে পড়ি কুয়াশার উত্তরীতলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লম্বা বিরতির পর আপনি দেখছি কবিতায় আবারও স্বরূপে ফিরে আসতে পেরেছেন। লিখা গুলো যদি ইন্সটেন্ট বা টানা ভাবনায় রচিত হয়ে থাকে তাহলে এবারও একটা প্রকাশনা বের করতে পারেন। আমার মতামত। শুভেচ্ছান্তে আপনার পাঠক। শুভ সকাল।
loading...
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী।
এবার একুশের বই মেলায় গল্পগ্রন্থ নিয়ে ভাবছি।
loading...
কবিতাটি আমার ভীষণ পছন্দ হলো দিলওয়ার হুসাইন ভাই। সালাম।
loading...
* অনেক ধন্যবাদ সুপ্রিয়….
loading...
সুন্দর পরিচ্ছন্ন একটি কবিতা।
loading...
* ধন্যবাদ প্রিয় কবি….
loading...
বাহ্। ভালোবাসাময় ভালোবাসা কবি হুসাইন ভাই। দারুণ।
loading...
* সেতো আপনাদের আশির্বাদ….
ধন্যবাদ সুপ্রিয়।
loading...
তোর ভালোবাসা না পেয়ে আমিও যে রিক্ত হয়ে পড়ি কুয়াশার উত্তরীতলে।
loading...
* ধন্যবাদ প্রিয় কবি….
loading...
খুব সুন্দর কবিতা প্রিয় কবি দা।
loading...
* প্রিয় কবি দি, অনুপ্রাণিত….
loading...
সুন্দর কবিতা।
loading...
* প্রিয় কবি, অনেক ধন্যবাদ….
loading...