যাযাবর স্বপ্নের নিত্য আনোগোনা চলে আমার আঙ্গিনায়
প্রতিদিন এক একটি দিগন্ত রেখা ছুঁয়ে স্বপ্নবিলাসী মন ছুটে যায়
হরেক রকম স্বাদে আমি রচে যাই তোমার আগমনী গান মধুর প্রতীক্ষায়
স্বপ্ন বাসরে স্বপ্নে হারাই, স্বপ্ন রচি বারোমাস কোন এক শুভ দিনের অপেক্ষায়।
দিন দিনান্তে মধুর অবকাশে যাযাবর স্বপ্নেরা আসে নব উদ্যমে
আমি হারাই কোন এক নীলাম্বরীর অন্ধ মোহে অসীমে
ভেসে যাই হাওয়ার ভেলায়; শূণ্যের মাঝে হই লীন
নীলাম্বরী যেন ডাকছে আমায়; স্বপ্ন যেন অমলিন।
যাযাবর স্বপ্নের খোঁজে সন্ন্যাসী মন ছুটে চলে নিরন্তর
আকাশের ওপারে কোন এক আকাশে খুঁজি স্বপ্নবাসর
পাথারের গভীরে সুপ্তির মাঝে যে স্বপ্ন লুকিয়ে থাকে-
স্বপ্নেরা আমায় নিয়ে সেথায় মানেনা বারণ অজানা শঙ্কাতে!
স্বপ্নের মাঝে বাঁচি স্বপ্নের ছবি আঁকি স্বপ্ন দেখি বারোমাস
স্বপ্নে হারাই, স্বপ্নেই গড়ি তাজমহল; স্বপ্নেই দেখি সুখের আশ
স্বপ্ন ভেঙে গেলে ডুবে যাই অথৈ সাগরে, নিমজ্জিত হই আঁধারে
নব রঙে ফের স্বপ্নেরা আসে আমার সলিল সমাধি থেকে উত্তরণে।
loading...
loading...
"স্বপ্নের মাঝে বাঁচি স্বপ্নের ছবি আঁকি স্বপ্ন দেখি বারোমাস
স্বপ্নে হারাই, স্বপ্নেই গড়ি তাজমহল; স্বপ্নেই দেখি সুখের আশ
স্বপ্ন ভেঙে গেলে ডুবে যাই অথৈ সাগরে, নিমজ্জিত হই আঁধারে
নব রঙে ফের স্বপ্নেরা আসে আমার সলিল সমাধি থেকে উত্তরণে।"
loading...
অসাধারণ সুন্দর প্রিয় কবি হুসাইন ভাই।
loading...
দারুণ হয়েছে কবি দা।
loading...