শ্বেত শাড়িতে কবিতা আজ তোমায় বড্ড বেমানান লাগে
তোমার প্রেমে আমরা এতোই বিগলিত কখন যে খসে পড়েছে—
শাখা সিঁদুর চোখেই পড়েনি কারোরই!
খুলে নিয়েছে একে একে সব অলংকার; হয়ে পড়ছ নিরাভরণ
তবু আমরা আজ কবি; কুড়াই হাততালি
না পেলে বাহবা! মনঃক্ষুণ্ণ হই বেশ।
কবিতা, তোমার বাসর সাজাতে একদা কবি গলদ্ঘর্ম হয়ে তুলেছিল নাভিশ্বাস
কাটিয়ে নির্ঘুম রাত স্বপ্ন-আলোকিত দিবসে এঁকেছিল কুজ্ঝতিকা
তুমি আজ বাঁধন মুক্ত; তাই যাই পাই, তাই দিয়ে বুনি তোমার দেহখানি
আর ভাবি নিরাভরণেও তো তোমায় লাগে বেশ মনোহারিণী।
তোমায় লভিতে কতো কবি হয়েছিল সংসার বিবাগী
অরণ্যের মাঝে সঁপেছিল জীবন যৌবন সবই
ধ্যানে মজেছিল তপস্বী যেমন; ছুঁয়েছিল সাধনার উচ্চ শিখর
তবুও তুমি যেন থেকে যেতে অধরা; কবি তাই সংজ্ঞাহীন।
প্রসব বেদনায় বিদীর্ণ কবি; রচেছিল যে কবিতা
যুগযুগান্তর কালের তরিতে তা আজো টিকে আছে স্বমহিমায়।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার জয় হোক কবি। নিরলস এবং নিরন্তর। শুভ সকাল।
loading...
* ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, ভালোবাসা নিরন্তর।

loading...
প্রসব বেদনায় বিদীর্ণ কবি; রচেছিল যে কবিতা
যুগযুগান্তর কালের তরিতে তা আজো টিকে আছে স্বমহিমায়।।
=== বাহ মুগ্ধ হলাম কবি,,,,,,,,শারদ ভালোবাসা।
loading...
* প্রিয় কবি মান্নান ভাই, শুভ কামনা অশেষ…

loading...
কবিতার একাল-সেকাল নামে থাকলেও অনুভব প্রকাশ কিন্তু কবি দা। শুভেচ্ছা।
loading...
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়…

loading...
শুভেচ্ছা জানবেন হুসাইন ভাই।
loading...
* অনেক ধন্যবাদ প্রিয় কবি দাদা…

loading...