আবেগ, হও তুমি বহুমাত্রিক–(একই বৃত্তে বাঁধা পড়িসনে)
তোমার সংকীর্ণতায় কাজে নিপুণতা আসে বটে
পৃথিবীর অপার সৌন্দর্য ভোগের অতীত হয়ে পড়ে নিমিষে
এক সরুপথে আমার যাতায়ত, ডানে বায়ে দেখিনি তোমার মোহে অন্ধ হয়ে।
কাননে এসেছে কলি লাল নীল হলুদ বেগুনি
কোন রঙে মজিনু দিবস-রজনী
রয়ে যায় পাছে ভিন্ন রঙের সমাহার
কী করে বাঁধি ঘর, ভুলিয়া রঙের মাজার।
দখিনা সমীরণে কালিদাস পাঠিয়েছে পত্র মেঘদূতে
চাতকী খুঁজে ফিরেছে জলের আশে!
পথিক, হিমালয়ে এসে বুঝি ভেবেছ পেয়ে গেছ স্বর্গসূখ
চেয়ে দেখ আকাশে আজ রবি করিছে খেলা এঁকে রঙধনুর মুখ।
দাঁড়াবার সময় আসেনি বন্ধু, চল অবিরত
যেখানে যাবে সেখানে দেখিবে সুন্দর ভিন্ন মাত্রায় সমবেত
বন্ধন কর মুক্ত, হও আগোয়ান মুক্তির আশে
দেখিবে রঙ বেরঙের সুন্দর জড়ো হয়েছে চারপাশে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"দখিনা সমীরণে কালিদাস পাঠিয়েছে পত্র মেঘদূতে
চাতকী খুঁজে ফিরেছে জলের আশে!
পথিক, হিমালয়ে এসে বুঝি ভেবেছ পেয়ে গেছ স্বর্গসূখ
চেয়ে দেখ আকাশে আজ রবি করিছে খেলা এঁকে রঙধনুর মুখ।"
মুগ্ধতার আবেশ ছড়ানো লিখা। বহু কাল যেন এই পরশ থেকে দূরে থেকেছি স্যার। স্বাগতম।
loading...
* কৃতজ্ঞতা অশেষ, সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী।
loading...
আপনার কবিতা আগেও পড়েছি। আজও পড়লাম। সেই একই দরদমাখা শব্দ আর আবেগ মাখা লেখা। এমন পাঠক খুব কম পাওয়া যাবে যারা আপনার লেখা অপছন্দ করবেন। অভিনন্দন কবি দা। ভাল লাগে আপনার লেখা কবিতা। নমষ্কার।
loading...
* কবি দিদি,
কৃতজ্ঞতা অশেষ…
ভালো থাকুন নিরন্তর।
loading...
"দাঁড়াবার সময় আসেনি বন্ধু, চল অবিরত
যেখানে যাবে সেখানে দেখিবে সুন্দর ভিন্ন মাত্রায় সমবেত
বন্ধন কর মুক্ত, হও আগোয়ান মুক্তির আশে
দেখিবে রঙ বেরঙের সুন্দর জড়ো হয়েছে চারপাশে।"
অসাধারণ হয়েছে কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন

loading...
*অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
loading...