অম্লান...

হবো এবার বিসুভিয়াসের অগ্নি উদগিরিনী বান
পুড়ে যাবে যত জ্বালা যন্ত্রণা; হবো অনির্বান—
কুইনান গিলে নেবো, অমৃত সুধা মেলেনি যখন;
নিরন্তর মরুর বুকে হেটে চলি উদ্ভ্রান্ত পথিক যেমন।

সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে আবদ্ধ আজ তোমার সংকীর্ণ বাহুডোরে।

খুলে দাও বাহুডোর, মেলিব ডানা; মুক্ত আকাশে
পাড়ি দেবো অসীম পাথারে, নিজেকে ভালোবেসে-
নীল তিমি যেমন পাড়ি দেয় এক সাগর থেকে অন্য সাগরে
ধেয়ে চলে অনন্ত পথে স্বাধীন চিত্তের পরিচয়ে।

আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
লণ্ডভণ্ড হয়ে যাবে যাক ভিত দূর্বল যত !
সমুদ্রের তলদেশের কম্পনে,মিশে যাক পাথর দেয়াল
বিলীন হয়ে যাক অনিয়মে গড়ে ওঠা শত বেড়া জাল।

মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. আনিসুর রহমান : ০৫-০৬-২০১৭ | ৪:০৬ |

    আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
    লণ্ডভণ্ড হয়ে যাবে যাক ভিত দূর্বল যত !
    *শ্রদ্ধা এমন তেজোদীপ্ত বিদ্রোহী চেতনাকে !

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৫-০৬-২০১৭ | ৮:৫৭ |

    শুভ সকাল স্যার। জীবন ঘেঁষা অনুভবের লিখায় আপনার অগাধ জ্ঞান।

    কনসেনট্রেটেড ভাষা বা শব্দের ব্যবহার লিখাকে কিভাবে যথেষ্ঠ পরিমানের উত্তীর্ণ সম্ভব, আপনার রচিত যে কোন কাব্যকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে বুঝে নেয়া যায়। Smile

    GD Star Rating
    loading...
  3. মামুনুর রশিদ : ০৫-০৬-২০১৭ | ৯:৫৮ |

    “মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
    আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!”

    সালাম এবং শুভেচ্ছা জানবেন কবি।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০৫-০৬-২০১৭ | ১৭:৫০ |

    অসাধারণ

    GD Star Rating
    loading...
  5. আনু আনোয়ার : ০৬-০৬-২০১৭ | ১০:৪৪ |

    দিলওয়ার ভাই, আপনার দ্রোহী ও জীবন ঘনিষ্ঠ চেতনাকে সালাম জানাই।

    GD Star Rating
    loading...