তোমার সাধনে হয়েছি পথের বিবাগী
মার্তন্ড প্রায় করেছি সন্নিকটে; হয়ে উদাসী
ছেদন করিতে দ্বিধা করিনি সংসারের মায়াজাল
অর্ঘ্য হাতে বসে আছি; রক্ত আভায় মম কপোল ।
দেবী, জানিনে তব; জগত সংসারে তোমার বসতি
তবে কেন মরু মায়ায় বিফল তপে মজেছি;
দীনহীনের মোটা বসনেও তুমি রূপসী অনন্যা
দেখি আবার তুমি বিলাস আবরণেও চমৎকৃতা ।
কারিগর যেমতি বুননে সাজাবে তোমায় তাতে তুমি অনসূয়া
তবে কেন এতো বিলাপ; তোমায় বরিতে হয়ে নিরুপয়া,
যা দেয় লোকে; তাই পরে নাও গলে—
বলে দেই পরিয়েছি দেবীরে-স্বরে, মাত্রায়, মুক্তক কিংবা অমিত্রাক্ষরে ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দেবী, জানিনে তব; জগত সংসারে তোমার বসতি !!
___ কী অদ্ভুত মায়াভরা লিখা !! আমার কাছে অসাধারণ লেগেছে পুরো লিখাটিই।
অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় স্যার। এমন লিখা একটি ব্লগের সম্মান।
loading...
** সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ…
ভালো থাকুন নিরন্তর।
loading...
ধন্যবাদ স্যার।
loading...
কবিতাজুড়ে মধুকবির শব্দভাণ্ডার যেন ভীষণ আমোদে খেলা করছে।
loading...
** মধুকবির শব্দ আমায় বেশ টানে…
ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন নিরন্তর।
loading...
কারিগর যেমতি বুননে সাজাবে তোমায় তাতে তুমি অনসূয়া
তবে কেন এতো বিলাপ; তোমায় বরিতে হয়ে নিরুপয়া,
যা দেয় লোকে; তাই পরে নাও গলে—
বলে দেই পরিয়েছি দেবীরে-স্বরে, মাত্রায়, মুক্তক কিংবা অমিত্রাক্ষরে ।
*নিজস্ব ঢং ও ভাবধারায় মধু কবিকে নিজের মধ্যে ধারন করা অবশ্যই দুরহু ।
কিন্তু আপনার কবিতায় তা ভীষণ সাবলীল হয়ে ধরা দিয়েছে ।
শুভ কামনা প্রিয় কবি !
loading...
** অনেক অনেক ধন্যবাদ প্রিয়…
loading...
***চমৎকার কবিতায় শুভেচ্ছা জানবেন কবি।
loading...
* ধন্যবাদ কবি মামুন।
loading...