যে বৃক্ষের ছায়ার বিকল্প আছে অহরহ
হন্যে হয়ে তবু কেন খুঁজি তারে অহর্নিশ, করে নিথর দেহ–
মনের জানায় এঁকে যাই সেই কচি কিশলয়
দুর্বাঘাসের তো অভাব নেই সবুজ বাংলায়।
অক্টোপাসের অষ্টপদ অদৃশ্য চাপ রেখেছে হৃদয় গহীনে
মনের চোখের দৃষ্টি কেঁড়ে নিয়েছে অতি সংগোপনে,
দেখিনা তাই নীল আকাশের ওপারের নীল আকাশ
প্রান্তের ওপারের সেই ঘন সবুজ মাঠের চারপাশ।
শুনেছি দখিনা সমীরণে বয়ে আনে নতুন দিনের বারতা
বাজেনি সেই সুর আজো মর্ম কুহরে, কেন এই নীরবতা!
তবে কি আমি আজ অন্ধ! বন্ধ হয়ে গেছে সব জানালা-
সুরের বৈচিত্র্যের পাইনি সন্ধান আজো; কেটে যায় অবেলা।
মুধু মাসের মধুর বরণ, শোভাময় চারিদিক
ক্ষণে ক্ষণে রঙ বদলায়; হয়ে যেন নির্ভীক
আষাঢ় শ্রাবণে ঝরে দিবানিশি অঝোর ধারায়
শরতে সাজাও প্রকৃতি শ্বেত শোভাময়।
শীতের প্রকৃতি সাজে কুয়াশার উত্তরীতে ঘোমটা মাথায় নববধূর সাজে
বসন্তে বাসর রচে কোকিলের কুহুকুহু তানে; ফুলের মালায় বাসন্তী সাজে,
রঙ বদলাও তুমি; রঙ বদলায় প্রকৃতি, খোলস ছাড়ে মনসা
আমি তবে কেন বর্ণহীন! আদর্শহীন হতে পারিনা সহসা।
তবে কি নিঃসঙ্গ আমি! শুধুই করি অভিন্ন দেবীর আরাধনা
বর্ণিল রঙের মাজারে কেন হয়ে যাই এমন বিমনা!
খুলিব আঁখি; লভিব চিত্রের বৈচিত্র্য রূপ, পেখম খুলে নীল আকাশে
দখিনা সমীরণে তুলেছি পাল; যেদিকে নিয়ে যাক! রহিবনা তোমার আশে।
তরী মোর ঘুরে ফিরে আবার নোঙ্গর ফেলে তোমারি বন্দরে
সবই আজ তবে কি অচেনা! বন্দি হয়ে গেছি সংকীর্ণ পরিসরে।
loading...
loading...
কমপ্যাক্ট লিখা। একটি লিখা কিভাবে পূর্ণ হতে পারে তা আপনার লিখা পড়লে বোঝা যায়। অনেক সুন্দর আপনার রচনা সমগ্র। অভিনন্দন প্রিয় কবি। শুভ সকাল।
loading...
* সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, শুভরাত্রি…
loading...
তবে কি নিঃসঙ্গ আমি! শুধুই করি অভিন্ন দেবীর আরাধনা
বর্ণিল রঙের মাজারে কেন হয়ে যাই এমন বিমনা!
খুলিব আঁখি; লভিব চিত্রের বৈচিত্র্য রূপ, পেখম খুলে নীল আকাশে
দখিনা সমীরণে তুলেছি পাল; যেদিকে নিয়ে যাক! রহিবনা তোমার আশে।
loading...
** ধন্যবাদ, মামুন ভাই।
loading...
অসাধারণ ———-
loading...
* ধন্যবাদ কবি।
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
অনেক ভালো লেগেছে কবিতা।
প্রেম থাক সারাবেলা…
loading...
* ধন্যবাদ কবি মামুন।
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
loading...
* শুভ কামনা সতত।
loading...
তবে কি নিঃসঙ্গ আমি! শুধুই করি অভিন্ন দেবীর আরাধনা
বর্ণিল রঙের মাজারে কেন হয়ে যাই এমন বিমনা!
খুলিব আঁখি; লভিব চিত্রের বৈচিত্র্য রূপ, পেখম খুলে নীল আকাশে
দখিনা সমীরণে তুলেছি পাল; যেদিকে নিয়ে যাক! রহিবনা তোমার আশে। — অনন্য আবেশ মাখা কবিবন্ধু!!
loading...
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু।
loading...