স্যুভেনির

স্যুভেনির

তোমার শহরের মানচিত্র আঁকছিলাম দীর্ঘক্ষণ
সাদা কাগজে অবিরত পেন্সিলের উল্টোপিঠ ঘষে গেছি ; কোন দাগ পড়েনি কোথাও।
ছায়াঘন চোখের রাজপথ থেকে
গলি-উপগলি পেরিয়ে
এক গভীর উদ্যানের সাথে
মিশে গেছে যে অঙ্গুলি-নির্দেশ
কোন আঁচড়ের টানে যায়না ধরে রাখা তাকে।

নিমগ্ন পাঠে খুঁজেছি
শব্দের অর্ধস্ফুট বর্ণমালার ঘ্রাণ।
যন্ত্রণাগুলোকে ঘুম পাড়িয়ে রেখে
একটা হট্টগোলের পৃথিবীতে চলে গেলেও
বিস্মরণে হারিয়ে যেতে দেয়না সুষুপ্ত একটা খোঁচা।

মুঠোর ঘর্ষণে সমস্ত সবুজ ঝরে গেলে
পাতার কংকাল হাতে বসে থাকি।

বরফে চোবানো বোতলটা এবার খোলো
ময়ুরপাখায় উড়তে থাকুক অবরুদ্ধ স্বপ্নগুলো;
একটি নাচের পালক খসে গেলে,তুলে নিয়ে
মহার্ঘ্য স্যুভেনির করে রেখে দিও।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৪:৫১ |

    মুঠোর ঘর্ষণে সমস্ত সবুজ ঝরে গেলে
    পাতার কংকাল হাতে বসে থাকি।

    স্যুভেনির থেকে হঠাৎ করে চোখ ঝাঝালো হয়ে গেলো। কেননা, স্যুভেনির এর সাথে বেশ সখ্যতা রয়েছে আমার কাজ করতে গিয়ে তাইতো। কিন্তু পড়ে বুঝতে পারলাম যে, এতো কল্পকথন! দারুণ অভিব্যক্তি।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৮-০৬-২০১৮ | ১৫:২৭ |

    বরাবরের মতো সুন্দর লিখা আপা। এভাবেই শব্দনীড়ের পাশে থাকুন। ভালো লাগবে। Smile

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৮-০৬-২০১৮ | ১৭:১০ |

    হার্দ্যিক শুভেচ্ছা দিদি ভাই। কবিতায় মুগ্ধতা রাখছি।

    GD Star Rating
    loading...
  4. রত্না রশীদ ব্যানার্জী : ২৮-০৬-২০১৮ | ১৮:১২ |

    মুগ্ধতা জানাই ।

    GD Star Rating
    loading...
  5. আরণ্যক : ৩০-০৬-২০১৮ | ১:৪৯ |

    অপরূপ চিত্রায়নে সূচনা, অনুসরণে নিদারুণ বোধ অতঃপর নিঃশেষে অমৃত….
    নিপুণ সৃষ্টি।
    অনেক ভালো লাগা রইলো।

    GD Star Rating
    loading...