মুক্তগদ্য: এক ঘোরবর্ষায় আমি নীলপদ্ম হতে চেয়েছিলাম

এক ঘোরবর্ষায় আমি নীলপদ্ম হতে চেয়েছিলাম

এক শ্রাবণ-
তখনো ভোর তার সবগুলো দরোজা খুলেনি; সূর্য কেবল মিটি মিটি হাসিমুখ দাঁড়িয়ে আছে, আকাশের এক কোণে; চুপচাপ; অপেক্ষায় আছে কখন মেঘ, আলগা করবে তার নীল আঁচলের ঘোমটা। জলার ধারে এক পায়ে দাঁড়ানো ঘুমন্ত বক। মাত্রই ডানার আড়মোড়া ভাঙ্গছে গাঙ্গশালিক, মাছরাঙ্গা, ফিঙ্গে, পানকৌড়ি। প্রবল হাতছানিতে খুব ডাকছিল জলাশয়ের মাঝখানে ফুটে থাকা লালনীলসাদা পদ্মগুলো।

পাখায় তীব্র রঙের ঘোরলাগা প্রজাপতিটিকে দেখে আমার যে কী ভীষণ ইচ্ছা হলো- প্রজাপতি হয়ে যাই’। বৃষ্টি যখন পদ্মপাতায় বাজাবে জলতরঙ্গের সিম্ফনি; কত্থকের বোলে বোলে আমার দু’পায়ের ঘুঙুর বেজে যাবে … ঝমঝমাঝম। পাপড়ির ভাঁজে ভাঁজে শুষে নেবো বিজলী চমকের সবটুকু আলোকরশ্মি।

এই নীলমত্ততার ভেতরে বুনেছি নীলকমলের বীজ।

কত কিছু যে হতে চেয়েছি এক জীবনে ! পাখি, ফড়িং, প্রজাপতি, মেঘের ভেলায় চড়ে ঘুরে বেড়ানো লালঘুড়ি, পাতার বাঁশী, মেলার কাঠের ঘোড়া।

সাপ হবার কোন ইচ্ছা কখনো ছিলনা; তবুও দেখি হাসির আড়ালে লুকিয়ে আছে বিষদাঁত; রপ্ত হয়ে গেছে খোলস বদলের কলাকৌশল। অজান্তে জীবন কি তবে বদলে গেল অন্য কোন জীবনের সাথে ! দ্বিধাদ্বন্দ্বে থাকি।

“একদিনেরই জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেবো…”

হ্যাঁ ফুলইতো হতে চেয়েছি। একটি উজ্জ্বল উচ্ছল কুমুদ-কুসুম। কোন অনামিকায় জড়ানো বৈদুর্য মণির আংটির মতো; দীপ্তি ছড়ানো। কথিত বাক্যে শুনি, সবার সহ্য হয়না নীলা। কারো দুর্ভাগ্যের প্রতীক হয়ে থাকে। তবু কেউ না কেউ চড়া দামে একখণ্ড নীল কাঁচের অভিশাপ কিনে বাড়ী ফেরে।

খোয়ারি ভাঙ্গার পরে দেখি আমিও সিন্ধুক ভরেছি কত ভুল পণ্যে !
পিযুষপাত্র ভেবে কিনে এনেছি বিষের পেয়ালা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৬-২০১৮ | ১২:০২ |

    শব্দের এমনতর প্রক্ষেপণ চোখ এবং মনে অজানা ঘোর এনে দেয়। মুক্ত কথা গুলোন অনেক ভালো হয়েছে। ঈদের অগ্রেম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপা। সালাম।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১১-০৬-২০১৮ | ২০:৪৫ |

    অসাধারণ দিদি ভাই।

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৫:০৩ |

    চমৎকার নিখুত অভিব্যক্তি……

    GD Star Rating
    loading...