চাইনা বৃষ্টি—আগুন চাই
দিওনা বৃষ্টি।
নিভতে চাইনা
গাইছি আগুনের স্তব। সাগ্নিক।
শুধু শুধু জড়ো করি আসর-ভাঙ্গা জলসাঘরের দীর্ঘশ্বাসগুলো
যাবার নিয়মে চলে যায় রূপকথা বলা সবুজ টিয়াটি। তার
অনিচ্ছার একটি পালক শুধু পড়ে থাকে। পুড়াই।
মুছে ফেলি পেলব ঘাসের সবুজ-মমতা।
মুঠোতে মেখেছি জ্যোৎস্না আর
চাঁদের গরলটুকু নিঃশেষে করেছি পান;
দেখেছি হৃৎপিণ্ডের নীল রং। তীব্র।
ভাল আছি।
ঝিনুকের খোলের ভেতরে গুটানোর ভব্যতাটুকু রপ্ত হয়ে গেলে
সবাই ভালই থাকে। এভাবেই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এভাবেই আমাদের ভালো থাকা। অনেক অনেক শুভেচ্ছা রাখি আপনার জন্য।
ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন। সালাম এবং ঈদ মোবারক আপা।
loading...