কিচ্ছু যায় আসেনা

কিচ্ছু যায় আসেনা

বারান্দায় কুকুরের লেজের মতো বাঁকা একটা ছায়া পড়ে আছে।
ক্লীব হয়ে যাচ্ছি। কিছুতেই যায় আসেনা কিছু।

সময়কে পাখির মতো খাঁচায় ঝুলিয়ে রাখি
খেয়াল খুশীমতো দোল খেয়ে যাক।

কিছুই যায় আসেনা।

উঠোনে ঝুলিয়ে রাখি পোড়ালাশ, সার্কাসের ক্লাউনের মতো।
লাশের কি আসে যায় মানুষের বীভৎসউল্লাসে ?

কি দরকার এতো প্রাযুক্তিক উৎকর্ষের হৈ চৈ ;
মায়ের ছেলে যদি মাঝনদীতেই হারিয়ে যায় বাড়ী ফেরার পথে ?

সময় হেঁটে যাচ্ছে তমসাচ্ছন্ন জঙ্গলের দিকে,
সভ্যতার পোশাক আশাক খুলে ফেলে,
আদিম গুহার পথে হাঁটছে মানুষ।
অথবা
আস্ত একটা অন্ধকার বনই উঠে এসেছে জনপদে। পশুর অভয়ারণ্য।

লাল টেলিফোন পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছো শীতাতপ ঘরে ?
গহনঅরণ্য থেকে হা-মুখ অজগর আসছে ছুটে।
শুনতে পাচ্ছো ? কিচ্ছু যায় আসেনা ?

এখানে জীবন যেন জলে ভাসা তুচ্ছ খড়কুটো
যেমন তেমন ভেসে যাক বাতাসের তোড়ে
হা-ঘরে মানুষগুলো বাঁচুক মরুক ; কিচ্ছু যায় আসেনা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৬-২০১৭ | ৯:৩০ |

    অনন্য এবং অনবদ্য একটি কবিতা।
    মুগ্ধতা ছাড়া নতুন করে তেমন কিছু বলার নেই। একরাশ অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ২৮-০৬-২০১৭ | ১০:২৭ |

    সময়কে পাখির মতো খাঁচায় ঝুলিয়ে রাখি
    খেয়াল খুশীমতো দোল খেয়ে যাক।

    কিছুই যায় আসেনা।
    *তাইতো কবি, কার কি যায় আসে ? অভিনন্দন এমন অসাধারণ কবিতার জন্য ।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৮-০৬-২০১৭ | ১৮:৩৮ |

    অসম্ভব ভালো লেখা

    GD Star Rating
    loading...
  4. আলমগীর কবির : ২৮-০৬-২০১৭ | ২২:৫৩ |

    আপনার কবিতা না পড়লে অনেক কিছু যাবে-আসবে; তাই কবিতটা লিকে যাবেন। ধন্যবাদ আপনাকে

    GD Star Rating
    loading...
  5. মামুনুর রশিদ : ২৯-০৬-২০১৭ | ৯:৩৭ |

    কবিতায় মুগ্ধতা!

    শুভেচ্ছা জানুন কবি আপা।

    GD Star Rating
    loading...