কাঠের ঘোড়া

আমারও যদি থাকতো একটা ‘টিন ড্রাম’ অস্কারের মতো! এমনকি প্রত্যেকটি মানুষেরই দরকার একটি টিনড্রাম অথবা ট্রাম্পেট জাতীয় কিছু একটা বাস্তবতার যাবতীয় অনাকাঙ্খিত কষাঘাত থেকে পালিয়ে বেড়ানোর জন্য।

থাকলে বেশ হতো। নেই। তাতে কি? আমারতো আছে একটি কাঠের ঘোড়া। যখন তখন পালিয়ে বেড়ানো যায় দেশ থেকে দেশান্তরে, তেপান্তরের মাঠ পেরিয়ে, সাত সাগরের তীর পেরিয়ে খেয়ালখুশীর বাড়িটিতে ঢুকে পড়া যায়। এটাই আমার আজীবনের সঙ্গী। আমার মুক্তি।

খট্‌ খটা খট্‌। বর্তমান থেকে অতীত, অতীত থেকে অনাগতের স্বপ্নে ঢুকতে একটুও দেরী হয়না। জানি একদিন আচমকা শুরু হবে ফুরিয়ে যাবার বেলা। ঘোড়া থেমে গেলেই শুরু হবে সেই চিরন্তনের খেলা। সেদিনটি কবে ? জানিনা।

মুক্তগদ্য
৭ম সংখ্যা, বইমেলা ২০১৭।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৩-২০১৭ | ১৮:৪৩ |

    মুক্তগদ্যের পরতে পরতে থাকে স্বাভাবিক সব কথাকলিতে অসাধারণ কিছু।
    আপনার এই নিয়ে গত দুটি মুক্তগদ্যও অসাধারণ হয়েছে আপা। সালাম জানবেন। Smile

    GD Star Rating
    loading...
  2. খেয়ালী মন : ০৯-০৩-২০১৭ | ১৯:০৫ |

    দারুন লেখা ,অনেক ভালো লাগলো।

    GD Star Rating
    loading...
  3. ফকির আবদুল মালেক : ০৯-০৩-২০১৭ | ২০:১৬ |

    দারুন লাগছে আপনার পোষ্টগুলি।

    GD Star Rating
    loading...