আজ কাজ করছিলাম বন্ডাই জাংশনে।
এক ভদ্রলোক নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। কাজ শেষে ম্যাকডোনাল্ডসে খেতে বসলাম। ভদ্রলোককে দেখলাম পিছু পিছু এসে সামনে বসলেন। এবার ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। লম্বা চওড়া ভদ্রলোক। দাড়ি টাড়ি সহ ভদ্রলোক বেশ দেখার মতো। কিন্তু তার জ্যাকেটের কোনাটা ছেঁড়া। না আর কোনো ধরণের চোখে পড়ার মতন দারিদ্র্য তার মধ্যে নেই। কিন্তু কিভাবে যেন বুঝে গেলাম তার আসলে কাজ নেই। আয় ইনকাম ও নেই।
এটা সেটা আমাকে জিজ্ঞেস করার পর নিজের পরিচয় নিজেই দিলেন। উনি গ্রীসের লোক। আগে কাজ করতেন এখন করেন না। বুঝলাম সেন্ট্রাল লিঙ্ক নিয়ে চলেন। কিন্তু সেন্ট্রাল লিঙ্ক কাউকে খাবার দাবারের বন্দোবস্ত করার টাকা দিলেও বাসা ভাড়া তো আর দেয় না। ভদ্রলোক শক্ত সমর্থ। তাকে সেন্ট্রাল লিঙ্ক এমনিতে টাকাও দেবে না।
আমি প্রাচ্যের মানুষ। মনে হলো ক্ষুধার্ত লোক। তাকে সাধলাম খেতে। উনি খাবেন না খাবেন না করে খেতে শুরু করলেন। হয়তো তারা বুঝেন আমরা এই নিন্ম আয়ের দেশের মানুষেরা মায়াবতী। ভদ্রলোক অনেক কথা বলতে শুরু করলেন। তোমার ফেইস সুন্দর। তোমার নোজপিনটা কি বিয়ে হয়েছে বলে পড়েছ নাকি এমনিতেই পড়েছ?
মনে মনে আশংকিত হলাম। এদেশে জলপরীর মতো মেয়েরা অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায় আর বেটা আমারে সুন্দরী বলে প্রেইজ করছে। বেটার মতলব তো ভালো না। কিন্তু আজকাল মোবাইলের একটা ভালো সুবিধা আছে। আপনি কাউকে এভোয়েড করতে চাইলে ভালো করে মোবাইলের দিকে তাকিয়ে থাকেন। আমি ওনার দু’একটা কথায় হু হা করে মোবাইলের দিকে তাকিয়ে রইলাম।
উনি আর সুবিধা করতে পারলেন না। কিন্তু নিজেই ভয় পাচ্ছিলাম ভদ্রলোক আবার পিছ নেয় কিনা।
ভদ্রলোককে উপেক্ষা করে বন্ডাই এলাকাটা দেখতে বের হলাম।
আহা এতো সুন্দর এই এলাকা। চাইনিজদের বড় বড় সব সুপার শপ। একটা কিনলে একটা ছাড় পাওয়া যাবে – এসব লোভনীয় অফারে ভর্তি সব প্রোডাকটস দেখতে দেখতে এসব আর টানে না। এই এলাকায় কোনো স্পেশাল মেলা নাকি – বুঝতে পারলাম না – আবার জিজ্ঞেস করার মতো ইচ্ছেও করছে না। যা দেখার তা দেখে নাও যা শোনার তা শুনে নাও – সেও কি আর মন্দ অভিলাষ !
loading...
loading...
পরবাসের ডায়েরি। ভালো থেকো।
loading...
ধন্যবাদ। তুমিও ভালো থেকো তুবা
loading...
জীবন যেখানে যেমন।
loading...
সেই।জীবন যেখানে যেমন
loading...
জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও পাবে নাতো সময় বড়ো অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। এনজয় আপা।
loading...
ধন্যবাদ।সেই তো।জীবন আর কদিনের!!
loading...
যা দেখার তা দেখে নাও যা শোনার তা শুনে নাও – সেও কি আর মন্দ অভিলাষ !
loading...
একদম।যা দেখার যা শোনার তা শুনে নেয়াই ভালো মুরুব্বি।
loading...
অভিজ্ঞতা। অভিজ্ঞতা আপা।
loading...
হা হা! আসলেই তো !জীবন অভিজ্ঞতার সমষ্টি।
loading...
কী সুন্দর জায়গা। দৃশ্যটি কল্পনা করতে কিন্ত মন্দ লাগে নি।
loading...
হুম।সামনা সামনি আরও সুন্দর
loading...
* শুভ কামনা সবসময়….
loading...
ধন্যবাদ। ভালো থাকবেন।
loading...
যা দেখার তা দেখে নাও।
loading...
সেই -যা দেখার তা দেখে নেয়াই ভালো ।জীবনে সময় খুব অপর্যাপ্ত
loading...