পা ব্যথা নিয়ে ডক্টরের কাছে গেছি। এর আগেও আর একজনের কাছে গেছি। সেই মেয়ে ইয়াং ডক্টর। অভিজ্ঞতা বলে কথা। সে কিছুই বুঝতে পারছে না কি হলো। কিন্তু আজকের উনি বয়স্ক হলেও খুব মিষ্টি। আর খুব মুরুব্বী ভাব।
এখানের ডক্টর রুম থেকে এসে ডেকে নিয়ে যায় রোগীকে। এতে ভালো যে ডক্টরের মধ্যে ইগো ভাবটা ভ্যানিস হয়ে যায়। রোগী গুরুত্বপূর্ণ। উনি আমাকে রুমে ডেকে নিয়ে বললেন তুমি খুব মিষ্টি। এতো পোলাইটলি কথা বলো। তুমি খুবই কাইন্ড হার্টেড। আমি কিছুটা ইমোশনাল হয়ে গেলাম। আমি জানি এই গুণগুলো আমার আছে। কিন্তু অনেক মানুষ আছে এর সুযোগ নিয়েছে।
২
যখন ক্লাস সেভেনে পড়ি। নানীর বাড়িতে গিয়েছিলাম। তখন নানীর ঘরে আমার ছোট খালা আমি আর নানী। পাশের ঘরের আমাদের এক মামাত ভাই এর সাথে আমার প্রচণ্ড ভাব হয়ে গেলো। তার বয়েস সাত। যে কদিন নানীদের বাড়িতে ছিলাম সারাক্ষণ নিশাদের সাথে ঘুরি ফিরি গল্প করি। সপ্তাহ খানেক পরে বাসায় ফিরলে আমি নিশাদকে ভুলতে পারলাম না। প্রচণ্ড কষ্ট হতে লাগলো। নামাজ পড়ে দোয়া করতে লাগলাম নিশাদ যেনো আমাদের বাসায় আসে। আশ্চর্য – মানুষ এমন কেন ?
৩
এই সিডনী শহরে হাঁটলে আমার কেনো জানি ছোটবেলার শহরের কথা মনে পড়ে। সরকারী কোয়ার্টার, এতো নির্জন কোলাহল বিহীন শহর। রাস্তার দুপাশে কৃষ্ণচুড়া গাছে লাল ফুল যেনো আগুন লাগতো গাছগুলোতে। পাহাড়ের কোলে আমাদের বাসাটা থেকে পাহাড়টাকে প্রচণ্ড কাছের মনে হতো। দুপুর হলে কি যে নেশা ছিলো – বেরিয়ে পড়তাম, তাতে আমার মা জননী যে অত্যাচারগুলা আমার উপর করতো সে নাইবা বললাম।
দেশ ছেড়ে এলাম। একা যখন হাঁটি তখন বুকের ভেতর চিনচিন করে। দেশ ছেড়ে আসা, কাছের মানুষজনের জন্য, দেশের জন্য বুকের গহীনে শব্দ করে ব্যথা জাগায়।
আহা !!
মানুষকে তো পৃথিবীও ছেড়ে যেতে হয় –
loading...
loading...
জীবনটাই স্মৃতিভার। যে ধরে রাখে, সে রাখে, যে না রাখে সে ভুলে যায়।
ভালো থাকুন আপা।
loading...
কিছু স্মৃতি আপনাতেই অটুট থাকে কিছু মুছে যায় – এইই তো নিয়ম। ভালো থাকবেন মুরুব্বি
loading...
লেখাটি পড়লাম। আপনার জন্য শুভকামনা রাখি।
loading...
ধন্যবাদ। ভালো থাকবেন /
loading...
স্মৃতি থাকে বলেই বেঁচে থাকার অনুপ্রেরণা পাই।
loading...
সত্যি তাই। স্মৃতি সততই মধুর
loading...
জীবন।
loading...
হুম জীবন /ভালো থেকো –
loading...
দেশ ছেড়ে এলাম। একা যখন হাঁটি তখন বুকের ভেতর চিনচিন করে। দেশ ছেড়ে আসা, কাছের মানুষজনের জন্য, দেশের জন্য বুকের গহীনে শব্দ করে ব্যথা জাগায়।
*


loading...
ধন্যবাদ। ভালো থাকবেন।
loading...
জীবন যেখানে যেমন।
loading...
রিয়েলি।জীবন তার মতো
loading...
মামাতু ভাই নিশাদের জন্য শুভেচ্ছা। শুভেচ্ছা কাইন্ড হার্টেড প্রিয় কবি লেখকের জন্যও। আপনার হার্ট টাচ করা লিখা পড়ে মুগ্ধ হলাম। শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম কবিকে। ভালো থাকুন অনেক অনেক প্রিয়!
loading...
আপনার মন্তব্যও খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ভালো করে বাঁচবেন। শুভেচ্ছা জানালাম।
loading...