কাটা কাটা চেহারার মেয়েটাকে দেখেই আমার মন খারাপ হলো। এত সুন্দর হয় মানুষ ?
মেয়েটার পা মোমের মতন – সাদা পাথর দেয়া একটা সেন্ডেল পড়েছে যেটা তার পায়ের রঙ এর সাথে মিলে গিয়ে একধরণের আলো ছড়িয়ে দিয়েছে –
আমি মন খারাপ করে মেয়েটার পিছু পিছু কিছুক্ষণ ঘুরলাম – আসলে এই শপিং মলে আসার যোগ্যতাও আমার নেই – আমার পকেট শুন্য প্রায় –
তবু এই গরমে ঢুকে গিয়েছি একটু এসির বাতাসে ভালো লাগবে বলে –
মেয়েটা আড়চোখে আমাকে দেখে একটু হাসি দিলো কি ?
আমি জানি সে আমার জন্য নয় –
সরে গিয়ে একটা র্যাকে সারি সারি বিদেশী পারফিউম দেখছি –
ছুঁয়ে দেখার ও সাহস নেই আমার –
কি লাগবে স্যার ?
কোনটা দেব ?
না না দেখছি ” ভাবছি কোনটা নেব ? বললাম খুব স্মার্ট কেতাদুরস্ত ছেলেটাকে –
মলের নিজস্ব ড্রেস আছে – ড্রেস পড়া ছেলেটা এখানের চাকুরে হবে –
লম্বা সুন্দর ছেলেটাকে নিশ্চয় নায়ক হলে বেশ লাগবে –
ভাবলাম –
দেয়ালে আয়নায় চোখ পড়লো আমার –
নিজের প্রতিবিম্ব দেখতে বেশ লাগে – লালচে চুল খোঁচা খোঁচা দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা নিজেকে খুব ইন্টেলেকচুয়াল মনে হয় – আসলে কি তাই??
আচ্ছা এই শপিং মলে আমার একটা চাকুরী হলে তো বেশ হয় –
সেটা ভাবনা পর্যন্তই থাকে —
ইতস্তত করে বের হয়ে আসলাম –
সুন্দরী মেয়েটাও আমার পেছনে –
এক ঝলক আলো তার চোখে —
একটা অদ্ভুত সুন্দর গন্ধ — ম ম –
আমি আচ্ছন্ন —
হুস করে একটা গাড়ি এসে থামলো মেয়েটার সামনে —
একজন প্রৌঢ় নেমে এসে মেয়েটার কোমড়ে হাত দিল –
মেয়েটার আনত মুখে একটু আরক্তিম ছায়া –
আমার দিকে ফের চোখ তুলে তাকালো –
আমি তেমনি দাঁড়িয়ে –
মেয়েটার পায়ে নুপুর হলে আরো বেশ লাগতো –
ভাবছিলাম –
গাড়িটা ধুলো উড়িয়ে হাওয়া হয়ে গেলো চোখের সামনে থেকে –
আমার চোখে দুপুরের ঝাঁ ঝাঁ রোদ্দুর ——-
loading...
loading...
ইফতারির সময় ব্লগে আমি ছাড়া আর কে আছেন জানিনা; একজনের দৌড়ে ফার্স্ট হৈলাম আপা। মায়া মরীচিকা'য় শুভকামনা।
শরীর ভালো নাই, ভয়ংকর জ্বর।
loading...
মাথায় পানি ঢালতে বলেন ভাবীরে –
আশা করি এই গল্প পড়ে জ্বর আধেক ভালো হইয়া যাবে –
loading...
(সুন্দরী মেয়েটাও আমার পেছনে –
অনেক ভালো লাগলো । শুভেচ্ছা রইল ।
এক ঝলক আলো তার চোখে —
একটা অদ্ভুত সুন্দর গন্ধ — ম ম –
আমি আচ্ছন্ন &mdash
loading...
ধন্যবাদ । ভালো থাকবেন।
loading...
অণুগল্পটি পড়লাম বোন নাজমুন নাহার। ভালোবাসা।
loading...
খুশি হইলাম।বাকীগুলাও পড়ার তৌফিক দান করুক ঈশ্বর "

loading...
মায়া মরীচিকার অণুগল্প। বেশ লিখেছেন কবি নাহার আপা।
loading...
ধন্যবাদ সুমন আহমে।।
loading...
অসাধারণ লাগলো কবি দিদি ভাই। শুভকামনা।
loading...
ধন্যবাদ রিয়া। ভালো থাকিও।
loading...
ভালো লিখেছো।
loading...
ধন্যবাদ তুবা। ভালো থেকো
loading...