এই ঘরে কেউ থাকে না
অন্ধকার কালো ঘর
আমার একটা চাবি হারিয়েছে
আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা
আমার আসলে শুধু চাবি নয়
আমি একটা পাখিও হারিয়েছি
তাকেও খুঁজছি —
একটা কালো বেড়ালের সন্ধানে আছি কতকাল
আমার মনে হয় ঐ বিড়ালটাও সেখানে আছে
একটা উজ্জ্বল চাঁদ লাগিয়ে দেব ঐ অন্ধকার ঘুপচি ঘরের গলিতে
ফকফকা জোছনার বিভ্রমে কালো বিড়াল
অথবা আমার টুকটুকে পাখি
আর চাবি সব খুঁজে নেব !
05/08/13
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সেই ভালো নাজমুন নাহার আপা। অনুসন্ধান জারি থাক। শেয়ারিং এ ধন্যবাদ।
এই দুঃসংবাদের কবিতায় সমবেদনা জানাই কবিবোন। ভালো কবিতা।
শুভেচ্ছা কবি নাজমুন নাহার।
কাব্য কল্পনায় যেন দৃশ্যপট দেখতে পেলাম দিদি ভাই।
পড়ে নিলাম।