আজ তোমাকে আমার বলা হয় নি, তোমাকে আমার অনেক কথাই বলা হয় না। তুমি অবিরাম বলে যাও, আমি ঈষৎ হাসতে হাসতে শুনি। মাঝে মাঝে হাতের নড়াচড়ায় গ্লাস পড়ে যায়, শব্দ করে চাঁদ উঠলে তুমি বাঁকা হয়ে দেখো। হাঁটো আনমনে। পূর্ব প্রেমিকাদের থ্রি কোয়ার্টার জামা পড়ার স্মৃতিতে বুঁদ থাকো। নিকোটিনের তীব্র গন্ধ নিয়ে দূরে যেয়ে বলো, আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে, প্রেমিকারা কেউ আমাকে ভালোবাসেনি। তারা ছেড়ে গেছে, আমি ছেড়ে যাই নি।
রিকসায় হুড টেনে তোমাকে বলি চোখ বন্ধ করে দেখো একটা দুর্দান্ত মাঠ, একদল নবীন খেলোয়াড়, আর তুমি –
তবু নস্টালজিকতায় বুঁদ থাকো – পাহাড়ী ঘোড়ায় চড়ে যখন তোমার পা ভেংগেছিলো, বুকের ভেতর জমে গেছিলো চর, পদ্মায় শুকিয়ে গেছিল বালি, ধাক্কা খেলো ভরা নদীর লঞ্চ – তুমি বলো আসলে সে কিছু না। ভুল পথে চাঁদ চলে গেছে। আমিও বলি চাঁদ ভুল পথেই গেছে – যেমন তুমি যাও, ভাংগো নদীর মোহনা, সমুদ্রের মাঝখানে যেয়ে বলো আমি ভুল করে চলে এসেছি – বাঁচাও কাদম্বিনী !!
বলা হয় নি — সাঁওতাল পাড়ার চাঁদ ভুমিতে চলে এসেছে, মুরংকন্যা নগ্ন মোমের শরীর নিয়ে তোমার পাশে শুয়ে থাকে – তুমি তীব্র নিকোটিনে ডুবে থেকে শরীর ভুলে থাকো।
ভালোবাসা কারে বলে প্রশ্ন থাকে মুরংকন্যার কাছে – সে তাঁত কেটে কেটে জীবন বানায়
বলে “শোনো যুবা ভালোবাসা এরেই বলে” —
loading...
loading...
আপনার লিখার অনন্য বৈশিষ্ট আমাকে আপ্লুত করে আপা। সালাম।
loading...
ধন্যবাদ মুরুব্বী । শুভেচ্ছা জানবেন।
loading...
মুরংকন্যার কথকতায় অপার মুগ্ধতা প্রিয় দিদি ভাই।

loading...
ধন্যবাদ রিয়া । শুভকামনা জেনো ।
loading...
সুভেচ্ছা জানবেন
loading...
ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা ।
loading...
দারুণ তো !!
loading...
ধন্যবাদ তুবা । শুভেচ্ছা জেনো ।
loading...