প্রিয় সুর প্রিয় গীতিকথা

তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি আকাশ হলে হবো শঙ্খচিল
তুমি নদী হলে হবো আমি জল
তুমি শ্রাবণ হলে হবো শ্রাবণ ঢল।

তুমি পাহাড় হলে আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও হবো পাখি
তুমি অশ্রজল হলে হয়ে যাবো আঁখি।

তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হেম।

নারে না না না।

তুমি রাত্রি হলে হবো নিরবতা
তুমি দুঃখ পেলে হবো তারই ব্যাথা
তুমি প্রকৃতি হলে হবো তারই ছবি
তুমি কবিতা হলে হবো তার কবি

তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হে।

নারে না না না।।।

———————-

আর্টিস্টঃ মাহদি
অ্যালবামঃ বন্দনা।

httpv://youtu.be/sIdPLeBFOe0

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ১২-০১-২০১৭ | ৯:২৬ |

    সমর্পণের গান। ভালো লাগলো প্রিয় মুরুব্বী ভাইয়া।

    GD Star Rating
    loading...
  2. টেক প্রশাসক : ১৭-০১-২০১৭ | ১৫:৫০ |

    তুমি বড়ুরা হলে আমি কুমিল্লা যাব

    GD Star Rating
    loading...