এস এম ‍হৃদয় রহমান-এর ব্লগ: বাংলার সোহরাওয়ার্দী পরিবার

এস এম ‍হৃদয় রহমান‘কে চলতি শব্দনীড় এ নিবন্ধন করার আহবান জানাচ্ছি।
অস্থায়ী ব্লগে তাঁর একমাত্র লিখাটি প্রদায়ক হিসেবে আমি স্বেচ্ছায় শেয়ার করলাম।

বাংলার সোহরাওয়ার্দী পরিবার

কিছুদিন আগে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই ঘাটাঘাটি করছি। এরমধ্যে এই সেল্ফ ঐ সেল্ফ ঘাটতে ঘাটতে একটি বই পেলাম। বইটির নাম গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বইটির লেখক আনু মাহমুদ। বইটি পড়ে প্রতারিত হলাম কিনা জানি না। যদি এই বইয়ের ইতিহাস সত্য হয় তাহলে এটা আমাদের গর্বের ইতিহাস। বইটির প্রথম অংশে ‘ জীবন নয়, ইতিহাস ’এই অধ্যায়টিতে সোহরাওয়ার্দী সাহেবের পূর্ব পুরুষ সম্পর্কে লিখতে গিয়ে লেখক লিখেছেন, এক অসাধারণ ঐতিহ্যবাহী পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন।

এই পরিবারের প্রতিষ্ঠাতার নাম হজরত শেখ শাহাবউদ্দীন ওমর বিন মোহাম্মদ উস সোহরাওয়ার্দী। শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দী ছিলেন হজরত বড় পীর সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানীর প্রধান শিষ্য। শেখ শাহাবউদ্দীন ¯^য়ং অসামান্য পন্ডিত ও দার্শনিক ছিলেন। ‘আওয়ারেফুল মা’রীফ’ নামে তিনি এক পুস্তুক রচনা করেন। শেখ শাহাবউদ্দীনই সোহরাওয়ার্দীয়া সিলসিলার প্রতিষ্ঠাতা। শেখ শাহাবউদ্দীন সারা জীবন নিয়োজিত ছিলেন ইসলামের সেবায়। দিকে দিকে ইসলামের বাণী পৌছে দেয়াই ছিল তাঁর সারা জীবনের সাধনা। তিনি তাঁর পুত্র ও খলিফাদের ইরান, তুরান, তুকিস্তান, সিন্ধু, হিন্দুস্তান ও বাংলাদেশে প্রেরণ করেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। শেখ শাহাবউদ্দীন ওমর বিন মোহাম্মদ উস সোহরাওয়ার্দীর পূর্ব পুরুষদের ইতিহাস অধিকতর ঐতিহ্যপূর্ণ। পিতার দিক থেকে শেখ শাহাবউদ্দীন ছিলেন হযরত রাসুলে করিম (স) এর প্রথম খলিফা হযরত সৈয়দ আবু বকর সিদ্দিকের এবং মাতার দিক থেকে ছিলেন হযরত ফাতেমা ও হযরত আলীর বংশধর। সুতরাং সোহরাওয়ার্দী পরিবার একই সঙ্গে সৈয়দ ও সিদ্দিকী উভয়েরই বংশধর। ভারত উপমহাদেশে সোহরাওয়ার্দীদের আগমন সম্পর্কে বইটিতে বলা হয়েছে- ভারত উপমহাদেশে সোহরাওয়ার্দীদের আগমন ঘটেছিল চিশতিদেরও আগে। দিল্লির নিজামউদ্দীন আউলিয়ার দরগা কমিটির সভাপতি শামসুল উলেমা খাজা হাসান নিজামী চিশতী এ প্রসঙ্গে লিখেছেন- “ইতিহাস থেকে দেকা যায় যে, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে চিশতী শেখদের ভারতে আগমনের আগেই সোহরাওয়ার্দী -শেখদের আগমন ঘটেছিল।“ সোহারাওয়ার্দী সিলসিলার অন্যতম প্রধান নেতা হযরত বাহউদ্দীন জাকারিয়া মুলতানির পৌত্র মওলানা রুকুনুদ্দীন সোহরাওয়ার্দীকে অভ্যর্থনা জ্ঞাপনের উদ্দেশ্যে সম্রাট আলাউদ্দীন খিলজী তাঁর অমাত্য ও পরিষদ সমভিব্যাহারে দিল্লির প্রবেশদ্বারে হাজির হয়েছিলেন এবং সোহরাওয়ার্দী-শেখ সেখানে উপস্থিত হলে সম্রাট তাঁর রাজকীয় অশ্ব-শকট থেকে নেমে এসে তাঁর পদচুম্বন করেছিলেন। খাজা হাসান নিজামী চিশতির লেখা থেকে আরো জানা যায় যে, শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দীর দুই তনয়া বিহি নূর ও বিহি হুরকে দিল্লির চিশতী বস্তিতে সমাধিস্থ করা হয়। তাঁদের সমাধির ওপর যে দরগা নির্মিত হয়, এখানে তা বিহি নূর কা দরগা নামে পরিচিত। সোহরাওয়ার্দী সিলসিলার আরেকজন কৃতি সন্তান আব্দুল্লাহ সোহরাওয়ার্দী দিল্লির সুলতান বাহলুল লোধীর কন্যাকে বিয়ে করেছিলেন। এছাড়া শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দীর অপর এক পুত্র মওলানা শামসুল আরেফিন ওরফে তুর্কমান শাহ্ দিল্লিতে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন। তুর্কমান গেটের কাছে তাঁর সমাধি রয়েছে। তাঁর নামানুসারেই এই গেটের নামকরন হয় তুর্কমান গেট। এছাড়া মানের শরিফ, বিহার শরিফ, গৌর ও পান্ডুয়ার সুফি বংশরাও সোহরাওয়ার্দীয়া সিলসিলার অন্তর্গত।

শেখ শরফুদ্দীন বিহারি ঢাকার অদূরে সোনারগাঁয়ে শিক্ষা-দীক্ষা গ্রহণ করেছিলেন। তিনিও ছিলেন সোহরাওয়ার্দী বংশেরই সন্তান। মি এইচ ই স্টেপলটোন, আই ই এস তাঁর ‘গৌর ও পান্ডুয়ার স্মৃতিকথায়’ লিখেছেন, সিলেটের শাহ্জালালও সোহরাওয়ার্দী বংশ থেকেই উদ্ভুত। কথিত আছে, শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দীর নির্দেশক্রমে শাহ্জালাল ৩৬০ জন সুফি ও সাধু নিয়ে বাংলাদেশে আগমন করেন এবং তাঁরা গৌর, পান্ডুয়া, রংপুর, দিনাজপুর, সিলেট ও অন্যান্য স্থানে ইসলাম প্রচার করেন। কিংবদন্তি আছে, শেখ শাহাবউদ্দীন ¯^য়ং একবার বাংলাদেশ সফর করেন এবং সেই সফর শেষে বাগদাদে পৌছে দেহরক্ষা করেন। শেখ শাহাবউদ্দীন বাগদাদে সমাহিত রয়েছেন। ইসলাম ধর্ম প্রচারের কাজে শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দীর অসামান্য অবদানের কথা বলতে গিয়ে প্রবন্ধটির লেখক বলেন, ১৯৫৭ সালে আমি সোভিয়েত ইউনিয়ন সফরে যাই। সেখানে তুর্কিস্তানের বিভিন্ন জায়গায় সোহরাওয়ার্দী – শেখদের বাগান, দরগা, খানকা, মসজিদ ও স্মৃতিস্তম্ভ দেখেছি। সেগুলোর মধ্যে চিলাবার গার্ডেন মসজিদ এবং উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের ঠিক বাইরেই শেখ জয়েনউদ্দীন সোহরাওয়ার্দীর খানকা রয়েছে। আমি সেখানে ফাতেহা আদায় করেছিলাম। তাছাড় দক্ষিণাত্যের হায়দরাবাদ রাজ্যে নিজাম বংশের প্রতিষ্ঠাতা (১৭২৪) নিজামুল-মুলুক আসফ জা- ও শেখ শাহাবউদ্দীন সোহরাওয়ার্দীর বংশধর ছিলেন।

_______________________________
পোস্ট প্রকাশের সময় : অগাষ্ট ২৬, ২০১৫ | ০৬:৫২
ইমেইল আইডি : [email protected]
যাত্রা শুরু : ২০১৫-০৮-২৫

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।