ব্লগবুক: আমি সেই আমি নেই শুধু আমিতে

ক্যানভাসের স্পষ্ট অহংকারে যোগাকার হয় রঙ জল তুলি …
যেন ফেভিকল বাস্তবতার অলংকারে সময়ের অবিন্যস্ত সন্ন্যাস।

আমি সেই আমি … নেই শুধু আমিতে।

শিরোনামটি হঠাৎ করেই মনে এলো। কোন কারণ বা অকারণের ব্যাখ্যায় যাবো না। সরল ভাষায় বললে বলে দিই আমি এই মুরুব্বী আদিনমান কোন না কোনভাবে আপনার এবং আপনাদের পাশাপাশি আছি। স্তুতিকথায় কার মনে কতোটা প্রভাব পড়ে জানি না; তবে আমি আপনাদের লিখায় লিখা শিখি। চেতনা প্রসূত হয়ে কখনও আবেগ তাড়িতও হই। ফলাফল আমার নিজের হাত মন্তব্যেই সীমিত হয়ে গেছে। মাঝেসাঝে খুব কষ্ট ধরে দুইয়েক লাইন অথবা পুরোনো কথারই গায়ে নতুন সুবাস চড়াই। এফবি’র পাতায় অনিয়মিত চাপিয়েও দেই। খুব একটা সাড়া মেলে তা নয়, মোটামুটি। পরীক্ষামূলক একটা প্রয়াস নিচ্ছি। ph5

আমি সেই আমি পরিচয়টি বন্ধুদের উৎসাহ পেলে অনুমান হবে যাবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।