অণুব্লগবুক স্ট্যাটাস (সাময়িক) দেখি কে আমাকে মন্তব্য দেয়

বন্ধুদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা এবং সম্মান।

আমার জন্য দীর্ঘ একটা সময় সেই মঙ্গলবার থেকে আজ শুক্রবার সন্ধ্যা প্রায় ৪ দিনের মতো ছেলেমেয়েদের গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামের বাড়িতে যেতে হয়েছিলো। ক্ষণিক এই স্বেচ্ছা অবসরের কারণে শব্দনীড় বন্ধুদের অনেকের সাথেই তেমন যোগাযোগ হয়ে উঠেনি; এমনকি শব্দনীড় ব্লগেও কারও পোস্টেও আমার আসা সম্ভব হয় নি। বারবার চেষ্টা করেছি। কখনও হোমপেজ দেখতে পেরেছি বটে। মন্তব্য দূরে থাক পোস্টে প্রবেশে বেশীরভাগ সময়ই হয়েছি ব্যর্থ।

একটি বিষয় আমি বেশ ভালো করেই এবার উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কের যত উন্নতিই সাধিত হোক না কেন বা দাবী হোক না কেন কথাটা আংশিক সত্য। পুরোটা নয়। প্রয়োজনে সাক্ষ্য দিতে প্রস্তুত।

মোবাইলে আমি সাধারণত গ্রামীন 3.9 G এবং রবি 3.5 G ব্যবহার করি। অথচ সারাদিন বহু চেষ্টা করেও আমার মোবাইলে আমি 2G কানেকশনও আনতে পারিনি। এমনকি নেট প্রোভাইডার আমাকে স্তম্ভিত করে দিয়ে নেট শূন্য করেছে বহুবার। কেমন এক অস্বস্তি এবং অস্থিরতার আঁধারে নিমজ্জিত করেছে ডিজিটাল এই ব্যবস্থা। এই হচ্ছে শহর ছেড়ে সামান্য দূরের গ্রাম্য নেট ব্যবস্থার চালচিত্র।

যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো !! Smile

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।