শব্দনীড় এর কৃতজ্ঞতা এবং আপনার প্রতি আহবান

বাংলাদেশের ব্লগ জগৎ সম্পর্কে আপনাদের অল্প বিস্তর পরিচয় আছে নিশ্চয়। বেশীর ভাগ ব্লগ সাইটই কর্পোরেট পয়সায় চলে বাংলাদেশের মেইন স্ট্রীম মিডিয়ার মতো। সত্যিকারের গণমাধ্যমের যে স্বপ্ন সেটি কর্পোরেট স্বার্থের কাছে খুব অসহায় ভাবে গড়াগড়ি খায়। অমুক গ্রুপের পত্রিকা বা অমুক গ্রুপের টিভি বা অমুকের মুখ না দেখালেই নয় বা অমুক গ্রুপের মালিক আবার রাজনৈতিক এবং ব্যাবসায়িক ভাবে বেশ প্রভাবশালী- এসবই আমাদের গনমাধ্যমের আপাত চিত্র। এ সব পরিচালনায় তাদের অর্থ সংকটে পড়তে হয় না।

কিন্তু সাধারণ গণমানুষের কোন মাধ্যমকে চলতে গেলে পদে পদে হোঁচট খেতে হয়। নিজের বিবেক বা নিরপেক্ষ বিশ্বাস, কোন দল বা গোষ্ঠীকে বন্ধক না রাখলে আজকের যুগে চলা অনেকটা অসম্ভব। শব্দনীড় এসব দেখে দেখে বিরক্ত হয়েছে বলেই কারো কাছে যায়নি। কষ্টের মধ্য থেকেও স্বপ্ন দেখেছে সব সাধারণ ব্লগারদের একটা প্লাট ফর্ম হোক; যেখানে সবাই অকপটে বলতে/প্রকাশ করতে পারবে নিজের কথা/ভাবনা। এমন একটা প্লাট ফর্ম যেখানে চাষাবাদ হবে না কু রাজনীতির বিষাক্ত ধুতরা ফুলের। যেখানে ক্ষোভ আর ক্লেদের নামে গালাগাল হবে না। ভিন্নমতকে এবং তর্ককে পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বিকশিত হবার সুযোগ যেখানে অবারিত এমন প্লাটফর্মের স্বপ্নই দেখেছিল শব্দনীড়। যেখানে চোখ রাঙ্গাবে না কর্পোরেট স্বার্থের গোপন ক্যামেরা। সবার সম্মিলিত ব্লগিং এ এবং সর্বজনীন মতে চলুক শব্দনীড় সামাজিক মাধ্যম, সামাজিক যোগাযোগ।

অনেকে অবাক হবেন কারণ কোন স্পনসর ছাড়া কেবল মাত্র কয়েকজন সাধারণ চাকুরীজীবি কিভাবে গত পাঁচ বছর ধরে এই ব্যয় বহন করে আসছে !! আসলে আজকের এই দুর্দিনে দাঁড়িয়েও শব্দনীড় গর্ব করে বলতে পারে তার সাবেক রোদ্র উজ্জল সময়ের স্মৃতিকে সামনে রেখে … আমরা পেরেছি, আমরা পারবো। কেউ বাসা ভাড়া না দিয়ে, কেউ নিজের বিলাসিতা টুকু বাদ দিয়ে এই ব্লগকে সচল রেখেছেন। সময়ও মাঝে মাঝে থমকে দাঁড়ায়, সুসময় গুলোও মাঝে মাঝে হয় স্বর্ণালী অতীত। উঠে দাঁড়াতে প্রয়োজন পড়ে নবীনের শক্ত হাতের হেঁচকা টান। এই সুন্দর পরিপাটি পরিমিত ব্লগটায় কালো পর্দা নামুক নিশ্চয় কেউ চাইবেন না। এই না চাওয়ার আহবানে আপানাদের সম্মিলিত হাতের প্রয়োজন। সবার একটু একটু অবদান আমাদের এই নীড়কে বাঁচিয়ে রাখতে পারে।

বাংলাদেশের ব্লগ জগতে অনেক ব্লগের উত্থান পতন দেখেছে ব্লগাররা। শব্দনীড়ের জন্য আমরা পতনটা না হয় না ই দেখলাম। জানবেন শব্দনীড় এর নাক উঁচু ভাব নেই, করপোরেট গন্ধ নেই। রাজনৈতিক বিষ বাষ্প ছড়ানোর রসদ নেই, হিট হবার জন্য ক্যাচাল পোস্ট নেই, ধর্মের প্রতি আক্রমন নেই, ধর্মের বাড়াবাড়িও নেই। ফেক নিকের বমি করা পোস্ট নেই। বাকি মূল্যায়ণ আপনাদের কাছে।

শব্দনীড় এর এই চলার পথে যারা সংকটে থেকেও আর্থিক এবং শান্তনার বাণী নিয়ে এগিয়ে এসেছেন শব্দনীড় তাঁদের সবার প্রতি জানায় অসীম কৃতজ্ঞতা।

আপনারা যারা নিয়মিত আছেন আমাদের আহবান থাকবে আপনারা ব্লগ লিখুন। ভিন্ন জনের লিখা পড়ুন। সম্ভব হলে আপনার মতামত দিন। এভাবেই বেড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্যতা। শব্দনীড় বেঁচে থাকুক ভালোবাসায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।