আমি তোমাকে ভালোবাসি

প্রাচীন গ্রীক পুরাণে প্রেমের দেবতা কিউপিডকে ( রোমান পুরাণের কামদেবতা। প্রেমের দেবী ভেনাসের পুত্র। গ্রীক পুরাণে তাঁর নাম এরস। ) অন্ধ হিসেবে দেখানো হয়েছে। কারণ প্রেম অন্ধ। অন্ধ বলেই কিউপিডের কাছে ধনী দরিদ্র কখনো কোন সমস্যা হয়ে দাঁড়ায়নি। তার ইচ্ছে মতো সে তার প্রেমের তীর মেরে চলেছে নানা মানুষকে। তাই প্রেম কোন ধর্ম বর্ণ বয়স জাত কিছুই মানে না। প্রেম যেমন অতি পুরোনো তেমন অতি নুতনও।

02

আমি তোমাকে ভালোবাসি
এই কথাটির কয়েকটি ভাষার অনুবাদ আমার সংগ্রহ থেকে সকল বন্ধু পাঠককে আমার ভালোবাসা হিসাবে শেয়ার করলাম। দেশ ভেদে আঞ্চলিকতা থাকতে পারে শব্দের উচ্চারণে। কিন্তু অনুভবের প্রকাশ অভিন্ন।

বাংলাঃ আমি তোমাকে ভালোবাসি।
ইংরেজীঃ আই লাভ ইউ।
ইতালীয়ানঃ তি আমো
স্প্যানিশঃ য়ু লে আমো।
জার্মানঃ ইখ লিবে সিয়ে।
ফরাশিঃ জ্যঁ তেম।
পর্তুগীজঃ ইউ তে আমু।
রাশিয়ানঃ ইয়া লুবল্যু তেবিয়া।
ইউক্রেনিয়ানঃ ইয়া কখায়ু তেবে।
মোজাম্বিকঃ সাফু ফুনা।
চাইনিজঃ ও আই নি।
মঙ্গোলিয়ানঃ চমৎখায়েরতে।
জাপানীঃ ওয়াতাশি আনাতা ও আই সিত্তে ইমাছ।
কোরিয়ানঃ নানুন দাংগসিনউল সালাংগ হারনিদা।
ফিলিপিনোঃ মাহাল কিতা।
আরবীঃ আনা ব্যাহেব্বাক।
মালেঃ আকু চিন্তা কামু।
বার্মিজঃ নি নামা চিত্তে।
সিংহলীজঃ মামা ওবাটা আছরেই।
মালিঃ বি ফে।
হিন্দিঃ ম্যায় তুমসে পেয়ার করতা হুঁ।
তামিলঃ নান উন্নাই কাজালিক ক্যারে এন।
তেলেগুঃ না নে নেননু প্রেমেঞ্চু চুননানো।
থাইল্যান্ডঃ ผมรักคุณ (Phom Rak Khun – Male Speaker)
ฉันรักคุณ (Chan Rak Khun – Female Speaker) ( থাইল্যান্ড তথ্যঃ বন্ধু সাইদুর রহমান চৌধুরী )
সুইডিসঃ Jag älskar dig ইয়ো এলস্কার ডিগ। ( তথ্যসূত্রঃ ছোট ভাই মৃদুল )

ভালোবাসার লেখাগুলোতে যে মূল কথাটি বেড়িয়ে আসে তা হলো, আমরা সবাই মানুষ। ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন এবং আমাদের পারস্পরিক ভালোবাসা বিশ্বাস, সহনশীলতা, সহমর্মিতা এবং নির্ভরতাই পারে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। একই ভাবে আমাদেরও দেশের রাজনীতিতেও যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাস থাকে তবে একটি সুন্দর সমাজ আমরা অবশ্যই পাবো। আমরা কি এটা আশা করতে পারি না যে, নতুন প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের মতো রাজনীতিবিদরাও দেশের জন্য এই সামান্য ত্যাগটুকু স্বীকার করবেন !!

আমার সবটুকু ভালোবাসা রইলো রইলো শব্দনীড় এর আমার সকল পাঠক লেখক বন্ধুদের জন্য। যাদের ভালোবাসাকে সম্বল করে আমার এই পথচলা। সবাইকে আমার অভিনন্দন। এবার ভালোবাসা দিনে…
প্রেমমন্ত্র হোক-
আমরা যেন ভালোবাসতে পারি
ভালো মন্দ মিলায়ে সকলি।
এ পৃথিবী আমাদের।
আমরা সকলে …
সকলের।

03

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।