যদি কোন দিন জানতে চায় ও এসে
ক্যামন আছো তুমি ?
সেদিন যেন সকল যন্ত্রণা ছাপিয়ে
সকল বেদনা দমিয়ে দু’চোখে উপচে
উঠে আসা অশ্রুর প্লাবন প্রতিহত করে
নির্বিকার কন্ঠে বলতে পারি, আমি –
ভাল আছি, হ্যাঁ আমি ভীষণ ভাল আছি।
ওর বিশ্বাসে গেঁথে যেন দিতে পারি
প্রাত্যহিক কাজে ঈশ্বরের মগ্ন ধ্যানে
সুস্থ্য বোধের সামাজিক মানুষের মত
কেটে যাচ্ছে গৎ বাঁধা আমারও জীবন।
যেন বিচলিত না হয় আমার দৃষ্টি
রুদ্ধ হয়ে না যায় কন্ঠ আমার
বাঁধ যেন ভেঙ্গে না যায় গহীন
গহীনতর যে নদী হৃদয়ের উদ্যেনে।
নিমেষে চোখের আড়াল হতে জড়তা যত
সপ্রতিভ করে না দেয় যেন আশ্চর্য ঘোরে
আবার শুরু হবে নিরর্থক পথ চাওয়া-
একটানে নিত্যকার ক্ষত বিক্ষত হওয়া
বলা যাবে না, বলা হবে না অমূল্য যা
দুঃসহ যাতনায় এক ক্ষতকে পুষছি আমি
দুই চোখের তারায় কালো গোলাপের মতন
যে দান দিয়েছে আমার বড় ভালোবাসার জন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই