কে তোমার কাছে এসেছিলো কাল রাতে ?
তুমি তো রমণী শুধু নও। তবু কেন জানালার
কার্নিশে চিবুক রেখে প্রলয়ের স্বপ্ন দেখো ?
বাতাসের গর্ভ থেকে-
প্রসূত জন্মের পাপ কখনও সম্ভব নয়
মুছে ফেলা। মোহনীয় দুটি হাতে
বরং এখনই তুলে নাও শর্তহীন ফল।
ভৌতিক প্রবর্তনায়, অনন্তের প্রথম ছোঁয়ায়
শীতের কম্বল ছেড়ে চলে গেছে নিরুদ্দিষ্ট সন্ত।
এভাবেই যায়।
তার পরিচয়-
এখানে জানে না কেউ। কোনদিন জানবে না আর।
চিহ্নহীন চিহ্ন তার শুধু পড়ে আছে নিভৃত পৃষ্ঠাতে।
কে ছিল তোমার ঘরে কাল রাতে ?
জানি না কখন উপড়ে ফেলেছ
বুকের শেকড়
মাতাল প্রহরে সিম্ফনি বাজে
ছায়ার ভেতর।
রোদের আড়ালে কারা কথা বলে
বিপরীত কালে
সোনালী মাকড় ধরা পড়ে তার
নিজস্ব জালে।
মেঘের মিনার ভেঙ্গে গেলে থাকে
জৈবিক নীল
শূন্যতা জানে শূন্য সে নয়
ব্যাপ্ত অখিল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই