আজ আমি শান্ত।
থামিয়ে দিয়েছি আমার জীবনের সকল বসন্ত;
আজ আমার জীবন হয়েছে পুষ্প-শূন্য
শীত বৃক্ষের মতো।
দেখে যাও আমার জীবনের গোধূলি- বেলা
যেখানে আছে শুধু আলো- আঁধারের খেলা
ডুবছে যেন অন্ধকারে বানানো কঠিন ভেলা
কি ত্রুটি ছিলো আমার অচেনা সুরের মেলা।
হায় !! একেলা তিমিরের কালো বেলা
আর কত দেখাবে আমায় ঝিনুক বালা
আজ আমি নিশ্চল, বদন ক্লান্ত
হাত কম্পিত, পা বিবক্ষিত
চমকিত-
তোমার রসিকতা দেখে পুলকিত।
ঐ বিশাল নীলাকাশের নিচে নীল- সিন্ধু
এলোমেলো মুক্ত বাতাসে আমি গাঙচিল
সিন্ধু স্নিগ্ধ শীতল ঢেউয়ে যেন খুঁজে ফিরি
স্পর্শে সর্বাঙ্গে পলকে পলক পূতহৃদবন্ধু।
নিঃসঙ্গ একাকী পৃথিবীর বিনিদ্র প্রহর
দূর্বাঘাসে ছড়িয়ে থাকা ধুলোর চাদর
সারাক্ষণ শুধু আনমনা নিশ্চুপ অন্তর
লম্বা শ্বাসে ভরে নিই পুরনো আদর।
মন্দিরে মন্দিরে প্রেমবীণার সুরতরঙ্গ
বৃত্তাকারে অর্কের সোনালী আলো রঙ্গ
আলোতে শিশিরে গড়েছে সাথী সঙ্গ।
আজ আমি শান্ত।
থামিয়ে দিয়েছি জীবনের সকল বসন্ত;
শীত বৃক্ষের মতো।
loading...
loading...
কোন মন্তব্য নেই