আজ শব্দনীড় উৎসব ... আপনি সবান্ধবে আমন্ত্রিত

অবশেষে বহুল আকাঙ্খিত শব্দনীড় পুরস্কার বিতরণী উৎসব
এবং সম্পাদিত শব্দতরী মোড়ক উন্মোচনের অপেক্ষায়।

আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ ৩রা জুন ২০১৪ রোজ মঙ্গলবার বিকেল ৫ টায় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে (নিচতলা) শব্দনীড় সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শব্দতরী, ৫ম বর্ষ. প্রথম সংখ্যার প্রকাশনা উৎসবের যাবতীয় আয়োজন সম্পন্ন চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্খিত সার্বজনীন এক মিলন মেলা।
যার আংশিক অথবা অনেকটাই ইতিমধ্যে আপনারা জেনেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি :

মাহফুজুর রহমান
নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
বিশিষ্ট শিশু সাহিত্যিক, উপদেষ্টা চন্দ্রাবতী একাডেমি।

বিশেষ অতিথি :

আনজীর লিটন
বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার।

গোলাম মোহাম্মাদ কিবরিয়া
বিশিষ্ট সমাজসেবক, সভাপতি বাংলাদেশ সমিতি, রোম, ইতালী।

প্রতীক করিম
জেনারেল ম্যানেজার, পূবালী ব্যাংক লিমিটেড।

মালেক টিপু
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক।

অনুষ্ঠান সূচি :
শব্দতরী প্রকাশনা উৎসব
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
চা চক্র ও আড্ডা।
অনুষ্ঠান স্থলের বারান্দার দিকে একটা টেবিলে থাকবে –
খাবার প্যাকেট। গরম পানির ফ্লাস্ক। টি ব্যাগ। ওয়ান টাইম গ্লাস। চিনির পাত্র। পানির জার। পানির গ্লাস। টিস্যু এবং চামচ থাকবে।
_______________________________________________

খাবার প্যাকেট :
এক পিছ কেক (গ্রান্ড সুইটস)
এক পিছ সমুচা (গ্রান্ড সুইটস)
এক পিছ মিষ্টি (রসের)
এবং ৩ পিছ ঘি’য়ে ভাজা রেশমী জিলাপী থাকবে।
_______________________________________________________

অতঃপর ব্লগার এবং অতিথিদের আড্ডা।
এর বাইরেও কোন পরামর্শ থাকলে সাদরে গ্রহণ করা হবে।

আয়োজনে : ব্লগারস ফোরাম। ইলেক্ট্রনিক মিডিয়া : শব্দনীড়।

লিখক সূচি শব্দতরী সম্পাদকের অনুমতি না থাকায় প্রকাশ করা সম্ভব হলোনা।

শব্দতরী নির্দ্ধারিত মূল্যঃ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) মাত্র।
লিখক তাঁর সৌজন্য সংখ্যা পাবেন। বাকি যে কেউ ইচ্ছে করলে বাড়তি বা সংগ্রহের জন্য অনুষ্ঠানস্থল থেকে বিনিময় মূল্যে কপি সংগ্রহ করতে পারবেন। যারা আসতে পারবেন না শব্দতরী সম্পাদক তাঁর নিজ পোস্টে জানিয়ে দেবেন কিভাবে বা কোন মাধ্যমে পরবর্তীতে শব্দতরী’র কপি সংগ্রহ করা যাবে।

উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।