ঘুড়ে গেলেই একটা ফাঁকা। আমি ফাঁকার মধ্যে দাঁড়িয়ে
মুঠো থেকে ‘প’ ছুঁড়ে দিই। ‘প’ থেকে পৃথিবী এবং প্রশ্ন
প্রতিবাদ প্রতিশোধ এবং প্রেম ছড়িয়ে পড়ে- পড়তে পড়তে
প্রহর চলে যায়-
প্রেম শব্দে প্রভুর চেয়ে প্রেমিকা সহজ- যেহেতু প্রেম
সহজাত কবচকুণ্ডল সহজাত মৃত্যুবোধের সমান
যাকে চেনার ঢের আগে আমাকে ‘ম’ নামক অক্ষর
শিখতে হয়েছে
‘ম’ থেকে মধু – মধু বাতা ঋতায়তে
মধুরক্ষিত মৃত্য- আমি মৃত্যুকে দেখি কিন্তু চিনতে পারিনা-
ছেলেবেলায় ‘চ’ অক্ষর শিখতে শিখতে কেউ চাঁদ হয় কেউ চন্দন
আমি চাতক হয়ে উড়ে যেতাম চিহ্ন থেকে চিহ্নহীন একা-
‘জ’-এর উপর জাহাজ ভাসতো নদী পেড়িয়ে সমুদ্রে
আমি জল চিনতাম
জল চিনতে চিনতে জন্ম
জন্ম চিনতে চিনতে
আমি মৃত্যুর কাছে দাঁড়িয়ে থাকি- দাঁড়িয়ে দাঁড়িয়ে
বিন্দুর মতো চিহ্ন থেকে চিহ্নহীন-
কবি রত্নেশ্বর হাজরাঃ
জন্ম : ১৯৩৭ খ্রীস্টাব্দ। বরিশাল।
রচনা : বিষণ্ন ঋতু, লোকায়ত লৌকিক, জলবায়ু, গতকাল আজ এবং আমি,
এ দিকে দক্ষিণ, রাজি আছি প্রভৃতি গ্রন্থ ছাড়াও অনুবাদ করেছেন বেশ কিছু বই।
( প্রতিটি একুশের মাস এলেই আমার হৃদয় জুড়ে থাকে তাঁর এই লিখাটি। )
loading...
loading...
কোন মন্তব্য নেই