প্রহর

c38196090ec5c09d5172126881cf9da0

আমার এক হাতে সবুজ পতাকা
অন্য হাতে কালো;
সবুজ আনন্দ আর যৌবনের প্রতীক,
কালো শোকের।

যেদিন তুমি আমার হাতে হাত রাখলে
সবুজ বৃক্ষরাজির বিনয়ে, ভরে উঠেছিলো প্রকৃতি
রাতের আকাশে ছিলো নধর চাঁদ
আমার বুকের ভেতরেও
ছিলো বর্ণচ্ছটা।

ঝাউবন অবিরাম ঢেউ তুলে
দিয়েছিলো সুখের বারতা।
আজ উজার হয়েছে ঝাউবন খসে গেছে চাঁদ
জলেরা মেঘ হয়ে ঢেকেছে আকাশ
আমার হাতে কালোপতাকা
নিদ্রাহীন স্বপ্নহীন জেগে থাকা অবিরাম।

মৃত্যুর অল্প আগে
কার কথা মনে পড়ে বেশী
লুকোতে ইচ্ছে হয় কি
দুর্ভেদ্য কোন আবাসে !!

মনে পড়ে কি শৈশবে
জ্যোৎস্না মাখানো যমুনার
তীর ঘেঁষে হেঁটে বেড়ানো
আর চোখে চোখ রাখার কথা;

মনে কি হয়
এই ভারগ্রস্ত অর্থহীন জীবনের
হিসেব নিকেশ শেষ হলেই ভাল !!
নাকি নিমিষেই নেমে আসে অন্ধকার চোখ জুড়ে
মস্তিস্কের কোষগুলো ভেঙ্গে খান খান হয়
ভাবনাগুলো এলামেলো অর্থহীন হয়ে
মিলায় অনন্তে…

কুয়াশায় ভেজা উত্তুরে
বাতাস আমায় আচ্ছ্ন্ন করে
একা আমি শূন্যে ভাসতে থাকি
চরাচর নিঃশব্দে ভাসতে থাকি।

স্পর্শ আবৃত্ত হীম দরোজা খোলা আমার
কালের প্রহর যে ফুরোয় না…

c38196090ec5c09d5172126881cf9da0a

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।