শব্দনীড় ঈদ সংখ্যা ২০১৩ – ই লিটলম্যাগ এ যাদের লেখা এলো। পোস্টে আপনাদের উচ্ছাস আমাদের মুগ্ধ করেছে। আমরা হয়েছি উৎসাহী বিমোহিত।
কারিগরের প্রতিটি সৃষ্টি এক বৈঠকে কখনই পূর্ণতা পায় না। রয়ে যায় ত্রুটি। আরো পরিচ্ছন্ন করবার ইচ্ছে তাগিদ। সত্য স্রষ্টাকে বাঁধ ভাঙ্গা অপেক্ষা করতে হয় মানসম্মত কিছু উপহারের। অপেক্ষা করতে হয় দিনের পর দিন। শব্দনীড় নবীন বরণ সংখ্যা ২০১৩। সংখ্যাটি প্রকাশ পেতেই নতুন সৃষ্টি উপহারের তাগিদে এগিয়ে এলেন শব্দনীড় এর অহংকার সুমন আহমেদ। ব্যক্তিজীবনে অতিব্যস্ত এই মানুষটি অঙ্গ সৌষ্ঠবে নতুন একটি ই-বুক নতুন আঙ্গিকে শব্দনীড় পাঠকদের ঈদ উপহার হিসেবে দেবার কাজে লেগে পড়লেন। যথেষ্ট পরিশ্রম দিলেন প্রায় দেড় মাস। সম্পূর্ণ হলো একটি মহা অধ্যায়। অতৃপ্তি থেকে তৃপ্তি।
এখন আমরা বলতে পারি, যে চেতনা আর রুচি বোধের স্বপ্ন নিয়ে একটি নান্দনিক ই-বুক এর স্বপ্ন আমরা দেখেছিলাম; তার পূর্ণতা পেলো আজ। কাজের ক্ষেত্রে সমমনা মানুষের কতটা প্রয়োজন তা যিনি জানেন তিনি ই জানেন। সুমন আহমেদ কে অশেষ কৃতজ্ঞতা। এই একটি মানুষের ভিতর আমি দেখেছি এক আকাশ সম্ভাবনা। যিনি রূপ থেকে রূপান্তর করে ফেলেন নিমিষে। নান্দনিক সৃষ্টিতে যার জুড়ি মেলা ভার। তাঁর জন্য ভালোবাসা এবং শব্দনীড় সম্মান।
পরিশেষে সফল হলো। তৈরী হলো এবং মুক্তি পেলো একটি ই-বুক। আমাদের স্বপ্ন এবং ভালোবাসার একটি সংখ্যা। শব্দনীড় ঈদ সংখ্যা ২০১৩ – ই লিটলম্যাগ। পবিত্র ঈদের আগে ভাগেই অনেকেই ঘরমুখী হবেন তাদের কথা মাথায় রেখে সংখ্যাটি আজ প্রকাশ করতে পেরে আনন্দ অনুভব করছি। সংখ্যাটি তৈরীতে সম্মানিত সুমন আহমেদ কে আমাদের সীমাহীন কৃতজ্ঞতা।
উপদেষ্টা এবং সমন্বয়কারী : আজাদ কাশ্মীর জামান। ব্লগ নিক : মুরুব্বী।
সম্পাদক : সুমন আহমেদ।
প্রচ্ছদ ও অলঙ্করণ : সুমন আহমেদ।
শব্দনীড় ঈদ সংখ্যা ২০১৩ – ই লিটলম্যাগ এর জন্য যারা স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন তাঁদের উৎসর্গেই আমাদের প্রত্যাশিত এই অ্যালবামটি।
অনুবাদ কবিতা
রেজা নুর
জিয়া রায়হান
অজরখেচর
গুচ্ছ কবিতা
বাবুল হোসেইন
ফরিদুল আলম সুমন
আজাদ কাশ্মীর জামান
সুমন আহমেদ
নাজমুন নাহার
রিয়া দাশ গুপ্তা
কবিতা
শাকিলা তুবা
কে এম রাকিব
ডা. দাউদ
আফজাল খান
চারুমান্নান
মহাকালের প্রতিচ্ছবি
খেয়ালী মন
আশিক রেজা
গাজী তারেক আজিজ
তায়েবুল জিসান
সালমান মাহফুজ
বখতিয়ার শামীম
গোমূমোকৃঈ
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল)
এ হুসাইন মিন্টু
উলুখাগড়া
জহির খান
রাজীব সরকার
সঞ্জয় কুমার মুখার্জি
মোহাম্মদ আনু
বৈশাখী ঝড়
তাহমিদুর রহমান
ফেরদৌসী বেগম (শিল্পী)
জেড এ বাবুল পাঠান
হান্নান হামিদ লিখন
অপ্সরা মীম
খন্দকার আযাহা সুলতান
আজিম হোসেন আকাশ
আমিনুল ইসলাম
আলমগীর সরকার লিটন
মোঃ রাফাত শেখ
আর.এইচ.মামুন
ছড়া কবিতা
এস. এম. কামরুল ইসলাম
প্রিন্স মাহমুদ হাসান
মোহাম্মদ সহিদুল ইসলাম
সুমন কুমার সাহু
মোঃ মোসাদ্দেক হোসেন
গল্প
মাহবুব আলী
সুখী ইসলাম
কবিরনি
ভালবাসার দেয়াল
সেলিনা ইসলাম
নাজমুল হুদা
আদর
সুপণ শাহরিয়ার
বদরুল ইসলাম
কাউসার মোঃ সায়েম
আরাফ করিম
প্রবন্ধ
মাঈনউদ্দিন মাইনুল
স্বপ্নীল
এম. এ. বাসেত
আমির হোসেন
সাহিত্য আলোচনা
মুহাম্মাদ আমানুল্লাহ
ফিদা
মুক্তিযুদ্ধ
সাঈদ মোহাম্মদ ভাই
মোঃ খালিদ উমর
জাজাফী
রম্য রচনা
হরবোলা
ডাক্তারের রোজনামচা
শুভ্র সমুজ্জ্বল
আ,শ,ম এরশাদ
প্রবাস
তির্যক নীল
ভ্রমণ ও ছবি ব্লগ
মাতরিয়শকা
জেসমিন
সাইক্লোন
নিঃশব্দ যাত্রী
চিঠি
কুহক
এমদাদুল হক তুহিন
লিখক পাঠক সংগ্রাহক সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। শুভ ব্লগিং।
১৬০ পৃষ্ঠার ফাইল সাইজ : ১৪.৪৮ মেগাবাইট। ডাউনলোড করুন লিঙ্ক থেকে।
শব্দনীড় ঈদ সংখ্যা – ২০১৩ ই লিটলম্যাগ।
পোস্ট দাতার ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
loading...
loading...
কোন মন্তব্য নেই