একটি বিকেল …

ekti bekel.jpg

একটি বিকেল অনুভবে নুয়ে পড়ে
মগবাজারের রেলক্রসিংয়ের কাছে
থমকে দাঁড়ায় বিস্মরণের ট্রেন
মনে পড়ে গত রাত্রির ব্যাকুলতা।

ডাবল ডেকারে ব্যস্ততা ছুটে চলে
নুলো ভিখিরিরা বিধাতার নাম জপে
মার্সিডিজের ফুয়েলে ঘামের ফোঁটা
একটি বিকেল কমলা রঙের স্মৃতি।

বাসস্টপে কখনও ছিলে না জানি
কেউ কোনদিন কথার গোলাম নয়
গোপনে সোনার ডিম পাড়ে সাহেবেরা
বিবির বিছানা বিকল্পে বেদখল।

একটি বিকেল শ্রান্ত ঘুমের নেশা
খেয়াঘাট থেকে অবিরাম ডাকে মাঝি
ওড়ে স্বপ্নেরা, ওড়ে রূপকথা, ওড়ে…
নীরব গল্প ফেটে ঝরে নির্যাস।

মফস্বলের সৌরভ ভেসে আসে
ঝরোকায় ধরা দেয় এসে নীলাকাশ
একটি বিকেল রেলগাড়ি হয়ে ছোটে
বিয়ারের ক্যানে বেজে ওঠে হুইসেল।

aadaaaaaaaar

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।