অন্তরনগরের কবিতাগুচছ
আলো নিভিয়ে এসো
আজ রাতের আকাশ দেখি,
একক নীল নক্ষত্রের রাত।
সান্ধ্যশহর অতিক্রম করা
ডানাগুলি খুলে এখন
তাকে তুলে নেবো মুঠোর ভেতর;
নির্ঘুম রাত ধরা দেবে বাজপাখি নখে।
বোবা ইশতেহার
ক্ষয়িষ্ণু রাত দুলছে মায়াবী পর্দায়
হা ঈশ্বর এইবেলা চোখ তোলো
অন্তত একবার দেখো
লঘুচালে বলা কথাগুলো –
কেমন সত্যি হয়ে উঠেছে
দেওয়ালে সেঁটে থাকা পোস্টারে তোমার মুখ
দেখো ইশতেহারে কার নাম লেখা
আর আমার কাছে একটা শব্দও নেই
যা দিয়ে কবিতা লিখতে পারি
জ্যোৎস্নার মধ্যে ঢুকে পড়ছে ভিখিরি এক মেঘ
আর শহরের সিঁড়ি বেয়ে বেনোজল।
কে থাকে, কি থাকে! কেউ না, কিছুই না। অদৃশ্য এক আততায়ী ছায়ার সাথে আমরা পথ চলি। সাথে সাথে নিয়ে ঘুরি অথচ ভুলে যাই তার অস্তিত্ব, ভুলে যাই সেই অমোঘ নিয়তির কথা। সে ভোলে না কিছু, দূর থেকে ক্রমে কাছে এগিয়ে আসে নিঃশব্দে। মুক্তি নেই, তার কাছ থেকে কিছুতেই মুক্তি নেই। স্তব্ধতার মাঝে ক্ষয়ে যেতে যেতে টের পাই সেই অদৃশ্য স্পর্শ যা আর কোনদিন আমার হাত দুটোতে উষ্ণতা এনে দেবে না। এখানে পড়ে আছে কেবল শেষ স্মৃতিচিহ্ন যা কেবল পোড়াবে আমৃত্যু, যা কেবল ভাসাবে নোনা জলে বাকী পথটুকু …। সে আমাদের প্রিয় ব্লগার মেঘ অদিতি। আজ তাঁর শুভ জন্মদিন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ ব্লগিং।
ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
loading...
loading...
কোন মন্তব্য নেই