এক জীবন

jeevaaannna

এক জীবন ভাঙ্গতে গিয়ে অন্য জীবন গড়তে থাকি
এক জীবনের শূন্যতাকে অন্য জীবন ভরিয়ে তোলে,
এক জীবন জবুথবু, অন্য জীবন হাওয়ায় দোলে –
এক জীবন যেমন-তেমন, ভিন্ন জীবন সাজিয়ে রাখি।

নদীর জলে হাত রেখেছি, নদী আমায় ক্ষমা করে;
নারীর দেহে হাত রেখেছি, নারী আমায় ক্ষমা করে –
জলের স্পর্শে, নারীর স্পর্শে দুই জীবন পুণ্যে ভরে,
এক জীবন নিদ্রাহারা, অন্য জীবন ঘুমের ঘোরে।

এক জীবন এলোমেলো, অন্য জীবন গুছিয়ে রাখি;
ওই যে জীবন বহির্মুখী, এই জীবনে ঘরের টান –
ফুলের শান্ত বন্দিশালায় সারা জীবন ভ্রাম্যমান,
এক জীবন ভাঙ্গতে গিয়ে অন্য জীবন গড়ছি নাকি !!

jeevonlkiuy

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।