এই মুহূর্তে ব্লগে আছি প্রায় ২৭ জন নিবন্ধিত আর ২৮৫ জন অতিথি। এমনিতেই চারিদিকে আকাশ বাতাস গরম। কোন দিক থেকে কি হয়ে যায় বলা যায় না। ভয়ে ভয়ে আছি।
ভাবলাম শরীর মন একটু চাঙ্গা করি। প্রশ্ন যদি করেন কিভাবে !! উত্তর আমার কাছে তৈরীই আছে। ফিজিক্যাল ওয়ার্মআপ আর কি। কোন এজেন্ডা নেই। স্রেফ এক ঘরে বসে সবার সাথে সবার কুশলাদি বিনিময় আর কি। আসুন বসুন আলোচনার ভাব ভাবনা ঠিক করুন। প্রয়োজনে সেভাবে আড্ডা চালিয়ে নিয়ে যাই। যারা ঠাসি খেয়ে বসে আছেন তারা বসে থাকুন। যারা কথা বলতে চান কোন দ্বিধা রাখার প্রয়োজন নেই পোস্টে এসে কথা বলুন।
মাঝে মধ্যে চা নাস্তার ব্যবস্থা করা হবে। যার যত ইচ্ছে খাবেন দাবেন প্রয়োজনে নিয়ে যাবেন। কোন বাঁধা নেই।
আসুন শুরু করা যাক।
ছোট ছোট গপসপ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই