ব্লগারস ফোরাম প্রকাশনা থেকে প্রকাশিত কবিতার বই আপন সত্তার গৃহস্থালি। কবি ফকির আবদুল মালেক এর চার ডজন কবিতা নিয়ে বইটির প্রচ্ছদ করেছেন কবি নিজেই। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করলেন কবি মহাদেব সাহা।
আপন সত্তার গৃহস্থালি
ফকির আবদুল মালেক
কাব্যগ্রন্থ
প্রকাশক: ব্লগারস ফোরাম
পাওয়া যাচ্ছে যথারীতি আপনার পরিচিত ঠিকানায় –
শব্দতরী
ব্লগারস ফোরাম
স্টল নং ৩২
লিটিল ম্যাগ কর্ণার
রোকেয়া চত্বর
একুশে বইমেলা ২০১৩।
বেশী বেশী বই পড়ুন।
অন্যকেও বই পড়তে কিংবা কিনতে উৎসাহিত করুন।
সকল লেখক পাঠকদের জন্য রইলো মহান একুশের শুভেচ্ছা।
ব্লগারস ফোরাম প্রকাশনায় আরো বেশ কিছু বইয়ের সন্ধান পাবেন এখানে –
ব্লগারস ফোরাম প্রকাশনা: আজ ‘আপন সত্তার গৃহস্থালি’ এবং ‘তোমাকে’ … মোড়ক উন্মোচন করবেন কবি মহাদেব সাহা।
এবং একুশে বইমেলা ২০১৩: শব্দতরী স্টলে আপনি আমন্ত্রিত।
ব্লগারস ফোরাম প্রকাশনা সকলের একাগ্র মমতা এবং আন্তরিক ভালোবাসায় এগিয়ে যাক। আগামীতে দেখা হবে আরো নতুন প্রকাশনা নিয়ে। ধন্যবাদ।
loading...
loading...
কোন মন্তব্য নেই