ব্লগারস ফোরাম প্রকাশনা থেকে প্রকাশিত কবিতার বই আপন সত্তার গৃহস্থালি। কবি ফকির আব্দুল মালেক এর চার ডজন কবিতা নিয়ে বইটির প্রচ্ছদ করেছেন কবি নিজেই। প্রচ্ছদ দেখে বোঝা যায় ভিতরের উপাদান যথেষ্ট ভারীই হবে। হালকা চালের না। ভিতরের প্রবেশ করেও নিরাশ হতে হবে না পাঠককে। বইটি উৎসর্গ করা হয়েছে মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যানকে। ভূমিকায় কবি লিখেছেন কাব্য চর্চায় তিনি হুইটম্যানের শিষ্যত্ব গ্রহন করেছেন। প্রতিটি লিখায় তিনি হু্ইটম্যান থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন। কখনো করেছেন অনুসরন কখনো বা অনুকরণ। হুইটম্যানকে অনুসরন অনুকরণ কিম্বা অনুপ্রাণিত হওয়া নতুন না কবিদের জন্য। আমাদের নজরুলও তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তার অগ্রপথিক তো সরাসরি হুইটম্যানের অনুবাদ বলেই সমালোচকরা দাবী করেছিলেন।
হুইটম্যানের –
From Nebraska, from Arkansas,
Central inland race are we, from Missouri with
the continental blood interven’d,
All the hands of comrades clasping, all the
Southern, all the Northern,
Pioneers! O pioneers!
আর কবি নজরুলের –
আয়ারল্যান্ড, আরব, মিসর, কোরিয়া, চীন,
নরওয়ে, স্পেন, রাশিয়া_ সবার ধারি গো ঋণ।
সবার রক্তে মোদের লোহুর আভাস পাই,
এক বেদনার ‘কমরেড’ ভাই মোরা সবাই।
সকল দেশের মোরা সকল।
রে চির-যাত্রী পথিক দল,
জোর্ কদম্ চল্ রে চল।
এমন কি নজরুলের ‘বিদ্রোহী’কে ওয়াল্ট হুইটম্যানের ‘সং অব মাইসেলফ’ কবিতার সাথে সমালোচকরা মিলিয়ে ফেলেছিলেন। যদিও এসব অনুবাদ অনুকরণ অনুসরন নিয়ে বিস্তর বির্তক আছে তাই আমরা বরং সরল স্বীকারোক্তি কারী ফকির আব্দুল মালেক এর আপন সত্তার গৃহস্থালী’র কাছেই ফিরে যায়। আপন সত্তার গৃহস্থালী শুরু হয়েছে বিস্ময়ের এমনি অবয়ব কবিতা দিয়ে।
“বিস্ময়ের এমনই অবয়ব! এমনি দৃশ্যায়ন, এমনি শব্দরাজী!
এমনি অন্তহীন সংযোগ, প্রত্যেকে পরের সাথে যুক্ত
প্রত্যেকে সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির,
প্রত্যেকে পৃথিবীকে ভাগ করে নেয়ং সকলের সাথে।”
আপন সত্তার গৃহস্থালি
ফকির আব্দুল মালেক
কাব্যগ্রন্থ
প্রকাশক: ব্লগারস ফোরাম
কবি সেলিমা রহমান এর কবিতা নিয়ে অসাধাণ মানের একটি কাব্যগ্রন্থ। পাঠক মাত্রই ভালো লাগবে। বইটি প্রকাশ করেছে ব্লগারস ফোরাম। দৃষ্টি নন্দন প্রচ্ছদ এঁকেছেন প্রতিভাবান প্রচ্ছদ শিল্পী সুমন আহমেদ।
তোমাকে
সেলিমা রহমান
কাব্যগ্রন্থ
প্রচ্ছদ: সুমন আহমেদ
প্রকাশক: ব্লগারস ফোরাম
দাম -১৫০ টাকা।
মোড়ক উন্মোচন করবেন কবি মহাদেব সাহা।
আজ বিকেল ৫টায়।
উন্মোচনের পরপরই পাওয়া যাবে যথারীতি আপনার পরিচিত ঠিকানায় –
শব্দতরী
ব্লগারস ফোরাম
স্টল নং ৩২
লিটিল ম্যাগ কর্ণার
রোকেয়া চত্বর
একুশে বইমেলা ২০১৩।
বেশী বেশী বই পড়ুন।
অন্যকেও বই পড়তে কিংবা কিনতে উৎসাহিত করুন।
সকল লেখক পাঠকদের জন্য রইলো মহান একুশের শুভেচ্ছা।
ব্লগারস ফোরাম প্রকাশনায় আরো বেশ কিছু বইয়ের সন্ধান পাবেন এখানে –
ক্লিক করুন লিঙ্কে – একুশে বইমেলা ২০১৩: শব্দতরী স্টলে আপনি আমন্ত্রিত।
loading...
loading...
কোন মন্তব্য নেই