ব্লগারস ফোরাম প্রকাশনায় সেলিমা রহমান এর 'তোমাকে'

tomake

কবি সেলিমা রহমান এর কবিতা নিয়ে অসাধাণ মানের একটি কাব্যগ্রন্থ। পাঠক মাত্রই ভালো লাগবে। বইটি প্রকাশ করেছে ব্লগারস ফোরাম। দৃষ্টি নন্দন প্রচ্ছদ এঁকেছেন প্রতিভাবান প্রচ্ছদ শিল্পী সুমন আহমেদ। যার একের পর এক প্রচ্ছদ ইতিমধ্যেই সৃষ্টিশীল পাঠক তথা লিখক সমাজে ভিন্নধর্মী স্বকীয় মর্যাদায় স্থান করে নিয়েছে। মুগ্ধতায় ছেঁয়ে যায় মন। সৃষ্টি শিল্পে তাঁর রং তুলি কথা বলুক অবিরাম।

আসুন প্রাণের মেলায় ব্লগারস ফোরাম এর “শব্দতরী” স্টলে। পরিচিত হন নতুন বই এর সাথে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রি চলুক সহ ব্লগারদের সাথে পরিচিতি এবং জম্পেস আড্ডা। খোলামেলা আলাপে জমে উঠুক ব্লগ কিংবা ব্লগিং থেকে শুরু করে ব্যক্তিজীবন। সামান্য বিশ্রাম। হাতে থাক ধূমায়িত চা অথবা কফি।

তোমাকে
সেলিমা রহমান
কাব্যগ্রন্থ
প্রচ্ছদ: সুমন আহমেদ
প্রকাশক: ব্লগারস ফোরাম
দাম -১৫০ টাকা।

পাওয়া যাবে যথারীতি আপনার পরিচিত ঠিকানায় –

শব্দতরী
ব্লগারস ফোরাম
স্টল নং ৩২
লিটিল ম্যাগ কর্ণার
রোকেয়া চত্বর
একুশে বইমেলা ২০১৩।

বেশী বেশী বই পড়ুন।
অন্যকেও বই পড়তে কিংবা কিনতে উৎসাহিত করুন।
সকল লেখক পাঠকদের জন্য রইলো মহান একুশের শুভেচ্ছা।

ব্লগারস ফোরাম প্রকাশনায় আরো বেশ কিছু বইয়ের সন্ধান পাবেন এখানে –
ক্লিক করুন লিঙ্কে – একুশে বইমেলা ২০১৩: শব্দতরী স্টলে আপনি আমন্ত্রিত।

tomake01a

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।