এই আমি

ei ami

নিপুণিকার সনদ এঁটে
সেরেছি সব কাজ, সব দায়ভার-
শুধু আমার দিকে আমি
ফিরে চাইনি একবারও
– পাইনি অবসর।

যে যার মত নিয়ে চলে গেছে
যেমন গন্তব্য যার
আর আমি একাকী প্রান্তে-
তাৎপর্যহীন জীবনের তাৎপর্য খুঁজতে খুঁজতে
হচ্ছি অস্থিচর্মসার।

রবার্ট ফ্রষ্ট তুমি সত্য বলেছ-
শেষ নিদ্রায় যাবার আগে
অনেকটা পথ যেতে হবে।
Miles to go before I sleep …

সবুজ বনভূমি, মানুষের কোলাহল
এবং মানুষের ধ্বংসস্তুপের মধ্য দিয়ে
আমি পথ খুঁজতে খুঁজতে এগিয়ে চলছি।

পাড়ি দিচ্ছি পথ
যেন স্মৃতি নিয়ে বেঁচে থাকা।

ei ami 01
(স্মৃতি থেকে নেয়া।)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।