প্রিয় শব্দনীড় এ প্রতিদিন নতুন নতুন ব্লগার ব্লগে নিবন্ধন করছেন এবং লেখা পোস্ট করছেন। দিনের পর দিন শব্দনীড় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বপ্নগুলো আরো বড় হচ্ছে। আমরা যেন ক্রমাগত সাহসী হয়ে উঠছি। দিনদিন প্রতিদিন। শিখছি। পড়ছি। একে অপরকে জানছি।
ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয়। লিখার পাঠানোর প্রতিযোগিতা, আড্ডা, পরামর্শ। ব্লগারদের লিখা নিয়ে প্রকাশিত হয় ই-বুক বা ই-ম্যাগাজিন। যেখানে নতুন পুরোনো সকলের সম উচ্ছাসে উদ্ভাসিত হয় প্রযুক্তির আরো একটি দিক। ব্লগের লিখা পরের পাতায় চলে যায়। খুঁজে বের করতে হয়। সেখানে একটি ই-ম্যাগাজিন বুক শেলফে রাখা অলঙ্কারের মতো। উপহার দেবার মতো।
কলেজ জীবনের নবীনবরণ অনুষ্ঠানের কথা কি মনে পড়ে? ভুলে যাবার কথা নয়।
শব্দনীড় এগিয়ে যাবে তার আপন গতিতে। কেননা যেখানে ব্লগাররাই ব্লগের প্রাণ।
… তো আসুন হয়ে যাক ব্লগীয় নবীনবরণ উৎসব।
শব্দনীড় এ ১লা নভেম্বর ২০১২ থেকে ৩১শে জানুয়ারী ২০১৩ তারিখের মধ্যে যারা নতুন ব্লগার হিসেবে নিবন্ধন করেছেন এবং পোস্ট দিচ্ছেন বা দিয়েছেন, শুধুমাত্র তাঁদের লিখা নিয়ে শব্দনীড় এর পক্ষ থেকে ই-ম্যাগাজিন।
“শব্দনীড় … নবীন বরণ সংখ্যা”
আমার জানা মতে শব্দনীড় ই এই প্রথম এমন আয়োজন করতে যাচ্ছে।
তাই শব্দনীড় এ নতুন বন্ধুদের বলছি – এই পোস্টের কমেন্টস এর ঘরে কেবল শব্দনীড় এ প্রকাশিত আপনার নিজের লিখার তিনটি লিঙ্ক উল্লেখ করুন। সেখান থেকে আমরা বেছে নেবে আপনার লিখাটি। প্রযুক্তির এই যুগে আধুনিক একটি ই-ম্যাগাজিন এ আপনার আমার আমাদের সকলের অংশ গ্রহণ থাকুক স্বতস্ফূর্ত।
ভালো কথা – পুরোনো যারা আছি বা আছেন … তাঁদের কারুরই হতাশ হবার কারণ নেই। আপনাদের জন্য রয়েছে আশীর্বাদ ময় বাণী দেবার ব্যবস্থা। নতুনদের কে উৎসাহ এবং উদ্দীপনাময় ভাষায় আপনার বাণী লিখুন মন্তব্যের ঘরে। আপনার মূল্যবান বাণী আপনার মতো করেই ই-ম্যাগাজিনে স্থান পাবে। শুভ ব্লগিং।
এখানে যারা লিখা জমা দিচ্ছেন তাঁদের আপডেট থাকবে। লিখা জমা পড়লো।
০১. তায়েবুল জিসান। শহর।
০২. তায়েবুল জিসান। অবুঝ।
০৩. তায়েবুল জিসান। প্রহরী।
০৪. তায়েবুল জিসান। শহর/জীবন।
০৫. সাঈদ মোহাম্মদ ভাই। শ্বেত ময়ূরী প্রণরেনী -১
০৬. সাঈদ মোহাম্মদ ভাই। শ্বেত ময়ূরী প্রণরেনী-২।
০৭. সাঈদ মোহাম্মদ ভাই। বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া প্রসঙ্গ।
০৮. সাঈদ মোহাম্মদ ভাই। আমি বিজয় দেখিনি – ১ম খণ্ড।
০৯. সাঈদ মোহাম্মদ ভাই। আমরা কি ‘অপ’রাজনীতির কাছে হেরেই গেলাম !!
১০. সাঈদ মোহাম্মদ ভাই। প্রবুদ্ধ সভ্যতা।
১১. সাঈদ মোহাম্মদ ভাই। জীবিত কি মৃত।
১২. সাঈদ মোহাম্মদ ভাই। আমি কবি হতে চাইনি।
১৩. নাহিদ ধ্রুব। আমি যুদ্ধে যাবো।
১৪. নাহিদ ধ্রুব। ভালবাসা কি জানে?
১৫. নাহিদ ধ্রুব। আমার আছে অলৌকিক ঐশ্বর্য।
১৬. নাহিদ ধ্রুব। প্রতিমার বিসর্জন।
১৭. শঙ্খবীর। প্রশ্নহীন স্মার্ট’দের বলছি!
১৮. শঙ্খবীর। আমরা এবং তোমাদের পরিবর্তন!
১৯. শঙ্খবীর। অসভ্য আমরা এবং আমাদের শিশুরা!
২০. বনফুল। উড়ো খবর।
২১. নিঃশব্দ যাত্রী। দায়ী কি অভাব নাকি স্বভাব?
২২. নিঃশব্দ যাত্রী। মায়ের অপূর্ণতায় একুশ।
২৩. ফিদা। মাধবীলতার সাথে কথোপকথন।
২৪. ফিদা। কবিতা না থাকলে কবিতা লিখিয়েরা ধর্মযাজক হতেন।
২৫. ফিদা। ডাকবাক্স হয়ে গেছে ধর্ষিতা নদী।
২৬. মোহাম্মদ আনু। মনে করিয়ে দেব।
২৭. মোহাম্মদ আনু। অনন্ত এক নাম।
২৮. মোহাম্মদ আনু। আমার ভ্রান্তি।
২৯. আলমগীর সরকার। যমুনার পাশে।
৩০. আলমগীর সরকার। দু’তলা খেড়িঘর।
৩১. আলমগীর সরকার। দীঘির জলে পদ্ম ফুল।
৩২. আলমগীর সরকার। নক্ষত্রের আলো।
৩৩. আলমগীর সরকার। নতুন ফুলকলি ফুটতে দেই।
৩৪. আনু আনোয়ার। ভালবাসার দরদাম।
৩৫. আনু আনোয়ার। চুপচাপ।
৩৬. আনু আনোয়ার। দীর্ঘশ্বাস।
৩৭. আনু আনোয়ার। আমাদের জীবন তারাদের মত নয়।
৩৮. প্রলয় সাহা। কবি ও কবিতা।
৩৯. প্রলয় সাহা। মুখোমুখি।
৪০. অজরখেচর। দু’টি শিশুর বেড়ে ওঠা।
৪১. অজরখেচর। ভয়।
৪২. অজরখেচর। অপ্রাপ্তি।
৪৩. অজরখেচর। বাড়ি-ফেরা।
৪৪. অজরখেচর। একদিন আমি।
৪৫. অজরখেচর। নিখোঁজ।
৪৬. সেলিনা ইসলাম। সীমা লঙ্ঘন।
৪৭. সেলিনা ইসলাম। নীরব যন্ত্রণা।
৪৮. সেলিনা ইসলাম। অসমাপ্ত গল্প।
৪৯. রাফি নিয়াজ। সেই ফিঙ্গে পাখিটা।
৫০. কামাল উদ্দিন। মেঘের উপর বাড়ি … ফটোব্লগ।
৫১. কামাল উদ্দিন। জোড়া ঝর্ণা।
৫২. কামাল উদ্দিন। বাংলার দার্জিলিং।
৫৩. তীর্যক নীল। স্মৃতির অসুখ।
৫৪. তীর্যক নীল। 2012 … শেষ চমক।
৫৫. তীর্যক নীল। প্রবাসের দিনলিপি।
৫৬. মেঘবালিকা। ছয় দফা দেওয়ার আগে বঙ্গবন্ধু কি তৃতীয় সারির নেতা ছিলেন?
৫৭. মেঘবালিকা। আমরা কেবলি কবিতা খুঁজি।
৫৮. মেঘবালিকা। যুদ্ধজয়ী বাংলাভাষা।
loading...
loading...
কোন মন্তব্য নেই